কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
ক) ফখরুউদ্দিন মোবারক শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্
গ) জালালুদ্দিন মুহাম্মদ আকবর
ঘ) ঈসা খান
বিস্তারিত ব্যাখ্যা:
সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম বাংলার তিনটি পৃথক অংশ (লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও) একত্রিত করে স্বাধীন 'বাঙ্গালাহ' সালতানাত প্রতিষ্ঠা করেন এবং 'শাহ-ই-বাঙ্গালাহ' উপাধি ধারণ করেন। তাঁর সময় থেকেই পুরো অঞ্চলটি 'বাঙ্গালাহ' নামে পরিচিতি লাভ করে।
Related Questions
ক) ক্যাপ্টেন হকিন্স
খ) এডডয়ার্ডস
গ) স্যার টমাস রো
ঘ) উইলিয়াম কেরি
Note : ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ১৬০৮ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। তাঁর উদ্দেশ্য ছিল সুরাটে একটি বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি লাভ করা।
ক) ১৮ মিটার
খ) ১৮.২৮ মিটার
গ) ১৯ মিটার
ঘ) ১৮.১০ মিটার
Note : পদ্মা বহুমুখী সেতুর মূল কাঠামোর (main bridge) প্রস্থ হলো ১৮.১০ মিটার। এটি একটি চার লেনের সেতু। এই তথ্যটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এবং সুনির্দিষ্ট।
ক) সম্রাট আকবর
খ) সম্রাট শাহজাহান
গ) শায়েস্তা খান
ঘ) সম্রাট জাহাঙ্গীর
Note : ঢাকার হোসেনি দালান শিয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ইমামবাড়া। এটি মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে বাংলার সুবেদার শাহ সুজার এক নৌ-সেনাপতি সৈয়দ মীর মুরাদ কর্তৃক আনুমানিক ১৬৪২ খ্রিস্টাব্দে নির্মিত হয়।
ক) শেরশাহ
খ) হুমায়ুন
গ) জাহাঙ্গীর
ঘ) আকবর
Note : মুঘল সম্রাট হুমায়ুন ১৫৩৮ সালে গৌড় দখল করার পর এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম দেন 'জান্নাতাবাদ' বা 'স্বর্গীয় উদ্যান'। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি বেশিদিন সেখানে থাকতে পারেননি।
ক) ৭ম-৮ম শতক
খ) ৬ষ্ঠ-৭ম শতক
গ) নবম-দশম শতক
ঘ) অষ্টম-নবম শতক
Note : রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল বংশের উত্থানের আগ পর্যন্ত প্রায় একশ বছর (আনুমানিক ৬৫০-৭৫০ খ্রিস্টাব্দ) বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। এই অরাজক পরিস্থিতিকে 'মাৎস্যন্যায়' বলা হয়, যা ৭ম-৮ম শতককে নির্দেশ করে।
ক) অশোক
খ) ন্যায়পাল
গ) শশাঙ্ক
ঘ) রামপাল
Note : অবিভক্ত প্রাচীন বাংলায় প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। তিনি সপ্তম শতকের শুরুতে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন এবং 'গৌড়েশ্বর' উপাধি ধারণ করেন। তাঁর রাজধানী ছিল কর্ণসুবর্ণ (বর্তমান মুর্শিদাবাদ)।
জব সলুশন