ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
ক) ইসলাম খান
খ) ইব্রাহীম খান
গ) শায়েস্তা খান
ঘ) মীর জুমলা
বিস্তারিত ব্যাখ্যা:
মুঘল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে সুবেদার ইসলাম খান চিশতি ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তিনিই ঢাকায় মুঘল রাজধানী স্থাপনকারী প্রথম সুবেদার।
Related Questions
ক) আলী মর্দান খলজী
খ) তুঘরিল খান
গ) শামসুদ্দিন ফিরোজ শাহ
ঘ) ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী
Note : তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী ১২০৪ খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদীয়া দখল করেন। এই ঘটনার মাধ্যমেই বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়।
ক) ফখরুউদ্দিন মোবারক শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্
গ) জালালুদ্দিন মুহাম্মদ আকবর
ঘ) ঈসা খান
Note : সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম বাংলার তিনটি পৃথক অংশ (লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও) একত্রিত করে স্বাধীন 'বাঙ্গালাহ' সালতানাত প্রতিষ্ঠা করেন এবং 'শাহ-ই-বাঙ্গালাহ' উপাধি ধারণ করেন। তাঁর সময় থেকেই পুরো অঞ্চলটি 'বাঙ্গালাহ' নামে পরিচিতি লাভ করে।
ক) ক্যাপ্টেন হকিন্স
খ) এডডয়ার্ডস
গ) স্যার টমাস রো
ঘ) উইলিয়াম কেরি
Note : ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ১৬০৮ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। তাঁর উদ্দেশ্য ছিল সুরাটে একটি বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি লাভ করা।
ক) ১৮ মিটার
খ) ১৮.২৮ মিটার
গ) ১৯ মিটার
ঘ) ১৮.১০ মিটার
Note : পদ্মা বহুমুখী সেতুর মূল কাঠামোর (main bridge) প্রস্থ হলো ১৮.১০ মিটার। এটি একটি চার লেনের সেতু। এই তথ্যটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এবং সুনির্দিষ্ট।
ক) সম্রাট আকবর
খ) সম্রাট শাহজাহান
গ) শায়েস্তা খান
ঘ) সম্রাট জাহাঙ্গীর
Note : ঢাকার হোসেনি দালান শিয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ইমামবাড়া। এটি মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে বাংলার সুবেদার শাহ সুজার এক নৌ-সেনাপতি সৈয়দ মীর মুরাদ কর্তৃক আনুমানিক ১৬৪২ খ্রিস্টাব্দে নির্মিত হয়।
ক) শেরশাহ
খ) হুমায়ুন
গ) জাহাঙ্গীর
ঘ) আকবর
Note : মুঘল সম্রাট হুমায়ুন ১৫৩৮ সালে গৌড় দখল করার পর এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম দেন 'জান্নাতাবাদ' বা 'স্বর্গীয় উদ্যান'। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি বেশিদিন সেখানে থাকতে পারেননি।
জব সলুশন