সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
ক) কবিতার পংক্তিতে
খ) গানের কলিতে
গ) গল্পের কলিতে
ঘ) নাটকের সংলাপে
বিস্তারিত ব্যাখ্যা:
সাধু ভাষা গুরুগম্ভীর এবং এর পদবিন্যাস নিয়মনিষ্ঠ। নাটকের সংলাপ সাধারণত চরিত্রদের বাস্তব কথোপকথনের প্রতিফলন, যা চলিত ভাষায় অনেক বেশি স্বাভাবিক ও সাবলীল। তাই নাটকের সংলাপে সাধু ভাষা অনুপযোগী।
Related Questions
ক) যৌগিক বাক্য
খ) সাধারণ বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) সরল বাক্য
Note : যৌগিক বাক্য হলো দুই বা ততোধিক স্বাধীন বা নিরপেক্ষ বাক্যের সমষ্টি যা 'এবং', 'ও', 'কিন্তু', 'অথবা' ইত্যাদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। এখানে 'তার বয়স বেড়েছে' এবং '(তার) বুদ্ধি বাড়েনি' - এই দুটি স্বাধীন বাক্য 'কিন্তু' অব্যয় দ্বারা যুক্ত হওয়ায় এটি একটি যৌগিক বাক্য।
ক) আশার কথা
খ) সৌভাগ্যের বিষয়
গ) মজা পাওয়া
ঘ) আনন্দের বিষয়
Note : জ্যোতিষশাস্ত্র মতে, জন্মছকের একাদশ ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান অত্যন্ত শুভ ও সৌভাগ্য নির্দেশক। এই বিশ্বাস থেকেই 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির উৎপত্তি, যার অর্থ 'অত্যধিক সৌভাগ্য' বা সৌভাগ্যের সময়।
ক) 5/4
খ) 2/5
গ) 3/5
ঘ) 5/7
Note :
p/q = 1/4 হলে যোজন-বিয়োজন করে পাই (p+q)/(p-q) = (1+4)/(1-4) = 5/(-3) = -5/3।
ক) 22π
খ) 222π
গ) 225π
ঘ) 121π
Note : মাঠের ব্যাস ২৬ মিটার হলে ব্যাসার্ধ r = ১৩ মিটার। রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ R = ১৩+২ = ১৫ মিটার। রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল হবে πR² = π(১৫)² = ২২৫π বর্গমিটার।
ক) √3
খ) 9√3/4
গ) 3√3/4
ঘ) 2√3
Note : পরিসীমা 6 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য a = 6/3 = 2 সেমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র (√3/4)a²। মান বসালে ক্ষেত্রফল হয় (√3/4)*2² = (√3/4)*4 = √3 বর্গ সেমি।
ক) 1
খ) 2
গ) 6
ঘ) 8
Note : লগারিদমের ভিত্তি পরিবর্তনের সূত্র (logₐb = logₓb / logₓa) এবং পাওয়ার সূত্র (log aᵇ = b log a) ব্যবহার করে রাশিটিকে সরল করলে logₐa² * logₐb² * logₐc² এর মান হয় (2logₐa)(2logₐb)(2logₐc) এর মতো নয়। সঠিক পদ্ধতি হলো (2logₐb)(2logᵦc)(2logₐc) যা সরল করলে 222 = 8 হয়।
জব সলুশন