কতজন বালককে ১২৫টি কমলালেবু ও ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
ক) ৫ জনকে
খ) ২৫ জনকে
গ) ১৫ জনকে
ঘ) ১০ জনকে
বিস্তারিত ব্যাখ্যা:
১২৫ = ৫ × ৫ × ৫; ১৪৫ = ৫ × ২৯। উভয় সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো ৫। সুতরাং, ৫ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
Related Questions
ক) ১১৫৬ বর্গমিটার
খ) ১১৬৫ বর্গমিটার
গ) ১০৬৫ বর্গমিটার
ঘ) ৭৩৬ বর্গমিটার
Note : জমির ক্ষেত্রফল = ৪০ * ৩০ = ১২০০ বর্গমিটার (প্রশ্নে প্রস্থ ৬০ দেওয়া আছে, সম্ভবত ৩০ হবে অথবা দৈর্ঘ্য ৪০ ও প্রস্থ ৩০)। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য = ৪০ - (৪২) = ৩২ মিটার। পাড় বাদে পুকুরের প্রস্থ = ৩০ - (৪২) = ২২ মিটার। পুকুরের ক্ষেত্রফল = ৩২ * ২২ = ৭০৪ বর্গমিটার। পাড়ের ক্ষেত্রফল = জমির ক্ষেত্রফল - পুকুরের ক্ষেত্রফল = ১২০০ - ৭০৪ = ৪৯৬ বর্গমিটার। প্রদত্ত অপশনগুলোর সাথে মিলছে না। যদি দৈর্ঘ্য ৪০ ও প্রস্থ ৩০ হয়, উত্তর হয় ৪৯৬। যদি দৈর্ঘ্য ৬০ ও প্রস্থ ৪০ হয়, পাড়ের ক্ষেত্রফল = (৬০৪০) - (৫২*৩২) = ২৪০০ - ১৬৬৪ = ৭৩৬ বর্গমিটার। এটি অপশনের সাথে মিলে যায়।
ক) 10
খ) 18
গ) 22
ঘ) 24
Note :
১৯২=২ ×২ ×২ ×২ ×২ ×৩=৪ ×৬ ×৮
জোড় সংখ্যা তিনটির যোগফল =৪+৬+৮=১৮
ক) ৪২ টাকা
খ) ৫৪ টাকা
গ) ৩৬ টাকা
ঘ) ৪৮ টাকা
Note : ধরি, ক্রয়মূল্য = ক টাকা। শর্তানুসারে, (ক - ৩৬) = (৭২ - ক) [ক্ষতি = লাভ]। বা, ২ক = ৭২ + ৩৬ = ১০৮। বা, ক = ১০৮/২ = ৫৪ টাকা। সুতরাং, ক্রয়মূল্য ৫৪ টাকা।
ক) তামা ও জিংক
খ) তামা ও লোহা
গ) লোহা ও ক্রোমিয়াম
ঘ) জিংক ও লোহা
Note : পিতল বা Brass একটি সংকর ধাতু যা প্রধানত তামা (Copper) এবং দস্তা বা জিংক (Zinc) এর মিশ্রণে তৈরি হয়। এই মিশ্রণের অনুপাতের ওপর পিতলের ধর্ম নির্ভর করে।
ক) প্রোটনের প্রবাহ
খ) নিউট্রনের প্রবাহ
গ) লোহা ও ক্রোমিয়াম প্রবাহ
ঘ) ইলেক্ট্রনের প্রবাহ
Note : কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনসমূহের নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই তড়িৎ প্রবাহ (Electric Current) বলে। প্রোটন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে এবং চলাচল করে না।
জব সলুশন