একটি বাড়ির উচ্চতা ৪০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

ক) ৪১
খ) ৪৮
গ) ৪৩
ঘ) ৪৫
বিস্তারিত ব্যাখ্যা:

 বাড়ির উচ্চতা (লম্ব) = ৪০ ফুট, ভূমি = ৯ ফুট। মইয়ের দৈর্ঘ্য (অতিভুজ) বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, (মইয়ের দৈর্ঘ্য)² = (৪০)² + (৯)² = ১৬০০ + ৮১ = ১৬৮১। সুতরাং, মইয়ের দৈর্ঘ্য = √১৬৮১ = ৪১ ফুট।

Related Questions

ক) ২৬৪০ টি
খ) ১৩২০ টি
গ) ৩৬০০ টি
ঘ) ৫২৪০ টি
Note :

 বাক্সের আয়তন = ৫৫ × ৪৮ × ৩০ = ৭৯২০০ ঘন সে.মি.। একটি সাবানের আয়তন = ৫ × ৪ × ১.৫ = ৩০ ঘন সে.মি.। মোট সাবানের সংখ্যা = (বাক্সের আয়তন) / (সাবানের আয়তন) = ৭৯২০০ / ৩০ = ২৬৪০ টি।

ক) √3/2
খ) 1/2
গ) 1/√2
ঘ) 1/√3
Note :

 sin 30° এর মান হলো 1/2

ক) ১২ মিটার
খ) ১৬ মিটার
গ) ১৮ মিটার
ঘ) ২৪ মিটার
Note :

ধরি, খুঁটিটি ভূমি থেকে h মিটার উঁচুতে ভেঙ্গেছে। ভাঙ্গা অংশটি (48-h) মিটার, যা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ গঠন করে। এখানে, sin 30° = h / (48-h)। আমরা জানি, sin 30° = 1/2। সুতরাং, 1/2 = h / (48-h) বা, 48 - h = 2h বা, 3h = 48। অতএব, h = 16 মিটার।

ক) ৮০ বর্গ সে. মি.
খ) ১০০ বর্গ সে. মি.
গ) ২০০ বর্গ সে. মি.
ঘ) ৩১৪.২৪ বর্গ সে. মি.
Note :

গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো A = 4πr²। এখানে, ব্যাসার্ধ (r) = ৫ সে.মি.। সুতরাং, ক্ষেত্রফল = 4 × π × (৫)² = 4 × π × 25 = 100π বর্গ সে.মি.। π ≈ 3.1416 ধরে, ক্ষেত্রফল ≈ 100 × 3.1416 = 314.16 বর্গ সে.মি., 

সবচেয়ে কাছাকাছি উত্তরটি হলো ৩১৪.২৪ বর্গ সে. মি.।

ক) 90°
খ) 45°
গ) 60°
ঘ) 120°
Note :

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। সুতরাং, x + x/2 + 3x/2 = 180°। বা, (2x + x + 3x)/2 = 180°। বা, 6x/2 = 180° বা, 3x = 180°। সুতরাং, x = 60°। কোণগুলো হলো: 60°, 30°, 90°। বৃহত্তম কোণটি হলো 90°

ক) sin⁡ θ
খ) -sin θ
গ) cos⁡ θ
ঘ) -cos⁡ θ
Note :

9π/2 = 4π + π/2। সুতরাং, sin(9π/2 + θ) = sin(4π + π/2 + θ) = sin(π/2 + θ)। আমরা জানি, sin(π/2 + θ) = cosθ। এটি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে যেখানে সাইন ধনাত্মক।"

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন