Which is the correct sentence?
ক) The boy plays football
খ) The boy play football
গ) The boys plays football
ঘ) none
বিস্তারিত ব্যাখ্যা:
Subject-Verb Agreement এর নিয়ম অনুযায়ী, subject যদি third person singular number (এখানে The boy) হয়, তাহলে present indefinite tense-এ verb-এর সাথে s/es যুক্ত হয়। তাই 'The boy plays football' বাক্যটি সঠিক।
Related Questions
ক) in
খ) at
গ) to
ঘ) for
Note : বড় স্থানের (শহর, দেশ) আগে 'in' এবং তুলনামূলকভাবে ছোট বা নির্দিষ্ট স্থানের আগে 'at' বসে। এখানে ঢাকা একটি বড় শহর এবং আগারগাঁও ঢাকার একটি নির্দিষ্ট ছোট এলাকা। তাই ঢাকার আগে in (যা প্রশ্নে দেয়াই আছে) এবং আগারগাঁও এর আগে at বসবে।
ক) I know to write
খ) I know how to write
গ) I know writing
ঘ) Write to know
Note : কোনো কাজ কীভাবে করতে হয় তা জানা বোঝালে 'know how to + verb (base form)' এই গঠনটি ব্যবহৃত হয়। তাই 'আমি লিখতে জানি' এর সঠিক ইংরেজি অনুবাদ হলো 'I know how to write'।
ক) We should go out
খ) He plays football
গ) May you be happy
ঘ) Close the door
Note : Imperative sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। 'Close the door' (দরজাটি বন্ধ কর) একটি আদেশ, তাই এটি Imperative sentence। অন্যগুলো যথাক্রমে Assertive, Optative এবং Assertive sentence।
ক) tooth
খ) teeth
গ) the tooth
ঘ) None
Note : 'Tooth' (দাঁত) একটি singular noun। এর plural form হলো 'teeth'। যেহেতু 'all her' (তার সবগুলো) plural বা বহুবচন নির্দেশ করছে, তাই এখানে 'teeth' শব্দটি ব্যবহার করা সঠিক।
ক) উট
খ) পাখী
গ) বাঘ
ঘ) মাছ
Note : 'খেচর' একটি বহুপদী শব্দ, যার ব্যাসবাক্য হলো 'খে (আকাশে) চরে যে'। অর্থাৎ, যে আকাশে বিচরণ করে। পাখি আকাশে বিচরণ করে বলে পাখিকে খেচর বলা হয়।
ক) ভারী বৃষ্টি
খ) খুব বৃষ্টি
গ) অল্প বৃষ্টি
ঘ) অনাবৃষ্টি
Note : 'অতিবৃষ্টি' অর্থ প্রয়োজনের চেয়ে বেশি বৃষ্টি। এর সঠিক বিপরীত শব্দ হলো 'অনাবৃষ্টি', যার অর্থ বৃষ্টির অভাব বা খরা। 'অল্প বৃষ্টি' এর বিপরীত হতে পারে 'প্রবল বৃষ্টি'।
জব সলুশন