দুটি সংখ্যার অনুপাত ১০:১২। দুটি সংখ্যার গ.সা.গু. ১৩ হলে ল.সা.গু. কত?

ক) 25
খ) 26
গ) 24
ঘ) 30
বিস্তারিত ব্যাখ্যা:
সংখ্যা দুটি হলো ১০x এবং ১২x। তাদের গ.সা.গু. = ২x। প্রশ্নমতে ২x=১৩, যা অবাস্তব। যদি অনুপাতটি ৫:৬ হতো, তবে গ.সা.গু. x=১৩, সংখ্যা দুটি ৬৫ ও ৭৮, এবং ল.সা.গু হতো ৩৯০। প্রশ্নটিতে সম্ভবত ভুল আছে।

Related Questions

ক) 45691
খ) 45720
গ) 45752
ঘ) 45783
Note : ভগ্নাংশগুলোকে দশমিকে রূপান্তর করলে পাই: ২/৩ ≈ ০.৬৭, ৩/৪ = ০.৭৫, ৪/৫ = ০.৮০, ৫/৬ ≈ ০.৮৩। সুতরাং, ৫/৬ বৃহত্তম। বিকল্প (D) সঠিক। প্রদত্ত উত্তরে ভুল আছে।
ক) (x + 2) (x + 3)
খ) (x + 2) (x – 3)
গ) (x + 1) (x + 6)
ঘ) (x + 1) (x – 6)
Note : এটি বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ। x² - x - 6 = x² - 3x + 2x - 6 = x(x - 3) + 2(x - 3) = (x - 3)(x + 2)। সুতরাং সঠিক উত্তর (x+2)(x-3)।
ক) ৯টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১২টি
Note : ১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩। মোট ৯টি মৌলিক সংখ্যা। প্রদত্ত উত্তরে ভুল রয়েছে।
ক) 1
খ) - 1
গ) a – 1
ঘ) a + 1
Note :

a - {a - (a + 1)}

= a - {a - a - 1}

= a - { - 1}

= a + 1

নিয়ম অনুযায়ী প্রথমে, প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয় আমরা সেটাই করছি এবং প্রথম বন্ধনীর সামনে ঋণাত্মক চিহ্ন থাকায় চিহ্নের পরিবর্তন হয়েছে। তারপরে আমারা দ্বিতীয় বন্ধনীর কাজ করেছি a একাটা পজেটি এবং একটা নেগেটিভ থাকায় কেটে গেছে। তারপর ১ এর আগে মাইনাস এবং দ্বিতীয় বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকায় a + 1 হয়েছে

আশা করি বুঝতে পারছেন

ধন্যবাদ

ক) ১২ বর্গ মিটার
খ) ৮ বর্গ মিটার
গ) ১২ বর্গ মিটার
ঘ) ৪৮ বর্গ মিটার
Note : ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) * ভূমি * উচ্চতা। মান বসিয়ে পাই, ক্ষেত্রফল = (১/২) * ৪ * ৪ = ৮ বর্গ মিটার। বিকল্প (B) সঠিক। প্রদত্ত উত্তরে ভুল আছে।
ক) 63
খ) 67
গ) 73
ঘ) কোনটিই নয়
Note : ধারাটির যুক্তি খুঁজে বের করা কঠিন এবং সম্ভবত এটি ভুলভাবে মুদ্রিত। প্রদত্ত ক্রমটিতে কোনো সুস্পষ্ট গাণিতিক প্যাটার্ন নেই।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন