নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
ক) ১৯০০ সাল
খ) ১৯০১ সাল
গ) ১৯০২ সাল
ঘ) ১৯০৩ সাল
বিস্তারিত ব্যাখ্যা:
আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুসারে, ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। সঠিক উত্তর হল B (১৯০১ সাল)।
Related Questions
ক) আয়োডিন
খ) ভিটামিন "এ"
গ) ভিটামিন 'বি'
ঘ) ভিটামিন 'সি'
Note : গলগণ্ড' বা Goiter রোগটি আয়োডিনের অভাবের কারণে হয়। থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়াকে গলগণ্ড বলে। সঠিক উত্তর হল A (আয়োডিন)।
ক) মৌলভীবাজারে
খ) চট্টগ্রামে
গ) সীতাকুণ্ড পাহাড়ে
ঘ) বান্দরবানে
Note : বাংলাদেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিখ্যাত গরম পানির ঝরনা রয়েছে। সঠিক উত্তর হল A (মৌলভীবাজারে)।
ক) ৬ষ্ঠ
খ) ৭ম
গ) ৮ম
ঘ) ৯ম
Note : বিশ্ব জনসংখ্যার তথ্যানুসারে, বাংলাদেশ বর্তমানে ৮ম জনবহুল দেশ। সঠিক উত্তর হল C (৮ম)।
ক) বায়ুমন্ডলীয় চাপ কম থাকে
খ) বায়ুমন্ডলীয় ঘনত্ব বেড়ে যায়
গ) বেশি পরিমাণে ধূলিকণা বায়ুমন্ডলে থাকে
ঘ) মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়
Note : মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়, যা তাপকে পৃথিবীতে আটকে রাখে এবং রাত উষ্ণ রাখে। সঠিক উত্তর হল D (মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়)।
ক) অক্সিজেন
খ) হিলিয়াম
গ) ওজোন
ঘ) নাইট্রোজেন
Note : বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (UV rays) শোষণ করে। সঠিক উত্তর হল C (ওজোন)।
ক) ১২টা ১০মিঃ
খ) ১২টা ২০ মিঃ
গ) ১১টা ৪০ মিঃ
ঘ) ১১টা ৫০ মিঃ
Note : পৃথিবী ২৪ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘোরে। ১ ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে ৪ মিনিট। অতএব, ৫ ডিগ্রি ঘুরতে সময় লাগবে ২০ মিনিট। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাই পশ্চিমের স্থানে সময় কম হবে। দুপুর ১২টা থেকে ২০ মিনিট বিয়োগ করলে হয় ১১টা ৪০ মিনিট। সঠিক উত্তর হল C (১১টা ৪০ মিঃ)।
জব সলুশন