নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ক) ৩/৫,
খ) ৫/৮,
গ) ৭/১২,
ঘ) ১১/১৮,
বিস্তারিত ব্যাখ্যা:
ভগ্নাংশগুলোকে দশমিকে পরিণত করলে হয়: ৩/৫=০.৬ ৫/৮=০.৬২৫ ৭/১২=০.৫৮৩ ১১/১৮=০.৬১১। দেখা যাচ্ছে ০.৬২৫ অর্থাৎ ৫/৮ বৃহত্তম।

Related Questions

ক) ১০০ টাকা
খ) ১০৫ টাকা
গ) ১১০ টাকা
ঘ) ১২০ টাকা
Note : ১০% লাভে বিক্রয়মূল্য ৫০০ + (৫০০ এর ১০%) = ৫৫০ টাকা। ক্রয়মূল্য ১০% কম হলে নতুন ক্রয়মূল্য হতো ৫০০ - (৫০০ এর ১০%) = ৪৫০ টাকা। তখন লাভ হতো ৫৫০ - ৪৫০ = ১০০ টাকা।
ক) ১২ জন
খ) ১৪ জন
গ) ১৫ জন
ঘ) ১৬ জন
Note : অর্ধেক কাজ ১৫ দিনে করে ৩০ জন লোকে। বাকি অর্ধেক কাজ (২৫-১৫)=১০ দিনে করতে হবে। ১৫ দিনে লাগে ৩০ জন লোক হলে ১ দিনে লাগে ৩০*১৫ জন লোক এবং ১০ দিনে লাগে (৩০*১৫)/১০=৪৫ জন লোক। অতিরিক্ত লোক লাগবে ৪৫-৩০=১৫ জন।
ক) ১২ সেকেন্ড
খ) ১৩ সেকেন্ড
গ) ১৪ সেকেন্ড
ঘ) ১৫ সেকেন্ড
Note : বানরটি কার্যকরভাবে ২ সেকেন্ডে (৩-১) = ২ মিটার ওঠে। সে ১২ মিটার উঠবে ১২ সেকেন্ডে। পরবর্তী সেকেন্ডে সে ৩ মিটার লাফ দিয়ে ১৫ মিটারের মাথায় পৌঁছাবে এবং আর নামবে না। মোট সময় লাগবে ১২+১=১৩ সেকেন্ড।
ক) ২৫ বছর
খ) ২৭ বছর
গ) ২৮ বছর
ঘ) ৩০ বছর
Note : ক ও খ এর বর্তমান মোট বয়স (১৬*২)+৪+৪ = ৪০ বছর। ক খ ও গ এর বর্তমান মোট বয়স ২২*৩ = ৬৬ বছর। সুতরাং গ এর বর্তমান বয়স ৬৬-৪০ = ২৬ বছর। ৪ বছর পর গ এর বয়স হবে ২৬+৪ = ৩০ বছর।
ক) 89
খ) 88
গ) 86
ঘ) 91
Note : চারটি পরীক্ষার গড় ৮৭ হলে মোট নম্বর হবে ৮৭ * ৪ = ৩৪৮। প্রথম তিনটি পরীক্ষার মোট নম্বর ৮২ + ৮৫ + ৯২ = ২৫৯। সুতরাং চতুর্থ পরীক্ষায় পেতে হবে ৩৪৮ - ২৫৯ = ৮৯ নম্বর।

জব সলুশন

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন