১৫.৬ এর ৮% কত?
ক) 0.1248
খ) 1.248
গ) 12.48
ঘ) 124.8
বিস্তারিত ব্যাখ্যা:
১৫.৬ এর ৮% হলো (১৫.৬ * ৮) / ১০০ = ১২৪.৮ / ১০০ = ১.২৪৮।
Related Questions
ক) ৩/৫,
খ) ৫/৮,
গ) ৭/১২,
ঘ) ১১/১৮,
Note : ভগ্নাংশগুলোকে দশমিকে পরিণত করলে হয়: ৩/৫=০.৬ ৫/৮=০.৬২৫ ৭/১২=০.৫৮৩ ১১/১৮=০.৬১১। দেখা যাচ্ছে ০.৬২৫ অর্থাৎ ৫/৮ বৃহত্তম।
ক) ১০০ টাকা
খ) ১০৫ টাকা
গ) ১১০ টাকা
ঘ) ১২০ টাকা
Note : ১০% লাভে বিক্রয়মূল্য ৫০০ + (৫০০ এর ১০%) = ৫৫০ টাকা। ক্রয়মূল্য ১০% কম হলে নতুন ক্রয়মূল্য হতো ৫০০ - (৫০০ এর ১০%) = ৪৫০ টাকা। তখন লাভ হতো ৫৫০ - ৪৫০ = ১০০ টাকা।
ক) 0.08
খ) 0.045
গ) 0.05
ঘ) 0.055
Note :
ক) ১২ জন
খ) ১৪ জন
গ) ১৫ জন
ঘ) ১৬ জন
Note : অর্ধেক কাজ ১৫ দিনে করে ৩০ জন লোকে। বাকি অর্ধেক কাজ (২৫-১৫)=১০ দিনে করতে হবে। ১৫ দিনে লাগে ৩০ জন লোক হলে ১ দিনে লাগে ৩০*১৫ জন লোক এবং ১০ দিনে লাগে (৩০*১৫)/১০=৪৫ জন লোক। অতিরিক্ত লোক লাগবে ৪৫-৩০=১৫ জন।
ক) ১২ সেকেন্ড
খ) ১৩ সেকেন্ড
গ) ১৪ সেকেন্ড
ঘ) ১৫ সেকেন্ড
Note : বানরটি কার্যকরভাবে ২ সেকেন্ডে (৩-১) = ২ মিটার ওঠে। সে ১২ মিটার উঠবে ১২ সেকেন্ডে। পরবর্তী সেকেন্ডে সে ৩ মিটার লাফ দিয়ে ১৫ মিটারের মাথায় পৌঁছাবে এবং আর নামবে না। মোট সময় লাগবে ১২+১=১৩ সেকেন্ড।
ক) ২৫ বছর
খ) ২৭ বছর
গ) ২৮ বছর
ঘ) ৩০ বছর
Note : ক ও খ এর বর্তমান মোট বয়স (১৬*২)+৪+৪ = ৪০ বছর। ক খ ও গ এর বর্তমান মোট বয়স ২২*৩ = ৬৬ বছর। সুতরাং গ এর বর্তমান বয়স ৬৬-৪০ = ২৬ বছর। ৪ বছর পর গ এর বয়স হবে ২৬+৪ = ৩০ বছর।
জব সলুশন