ক্রিকেট ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ থেকে?
ক) পাইন গাছ
খ) উইলো গাছ
গ) সেগুন গাছ
ঘ) ইউক্যালিপটাস গাছ
বিস্তারিত ব্যাখ্যা:
ক্রিকেট ব্যাট তৈরির জন্য উইলো গাছের কাঠ ব্যবহার করা হয় কারণ এটি হালকা শক্তিশালী এবং বলের আঘাতে সহজে ভাঙে না বা ফাটল ধরে না।
Related Questions
ক) এডিসন
খ) ইস্টম্যান
গ) অস্টিন
ঘ) জন এল বেয়ার্ড
Note : স্কটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম সফলভাবে টেলিভিশন আবিষ্কার করেন এবং প্রদর্শন করেন।
ক) এপিকালচার
খ) এথনোলজী
গ) এনটোমোলজি
ঘ) জিওডেসি
Note : মৌমাছি পালন এবং মধু ও মোম উৎপাদনের বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে এপিকালচার (Apiculture) বলা হয়।
ক) ফ্যাদোমিটার
খ) হাইগ্রোমিটার
গ) ব্যারোমিটার
ঘ) অ্যামিটার
Note : হাইগ্রোমিটার এমন একটি যন্ত্র যা ব্যবহার করে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা হয়।
ক) আয়ন বায়ু
খ) প্রত্যয়ন বায়ু
গ) নিয়ত বায়ু
ঘ) মৌসুমী বায়ু
Note : পৃথিবীতে চাপের পার্থক্যের কারণে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
Note : কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়- ১. প্রধান মেমোরি (Main Memory) বা প্রাইমারি মেমোরি (RAM ROM) এবং ২. সহায়ক মেমোরি (Auxiliary Memory) বা সেকেন্ডারি মেমোরি (HDD SSD)।
ক) লৌহ
খ) পটাশিয়াম
গ) ম্যাগনেসিয়াম
ঘ) ফসফরাস
Note : ফসফরাস উদ্ভিদের বৃদ্ধি ফুল ও ফল ধারণ এবং কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে গাছের পাতা ও ফুল অকালে ঝরে যায়।
জব সলুশন