ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়-

ক) ১৯৩৭ সালে
খ) ১৯১৭ সালে
গ) ১৯৪২ সালে
ঘ) ১৯২৭ সালে
বিস্তারিত ব্যাখ্যা:
'ভারত ছাড়ো আন্দোলন' ১৯৪২ সালের ৮ আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল। এটি ছিল ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

Related Questions

ক) লন্ডন
খ) প্যারিস
গ) ব্রাসেলস
ঘ) ফ্রাঙ্কফুর্ট
Note : ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অবস্থিত। এটি ইউরোজোনের আর্থিক নীতি নির্ধারণ ও পরিচালনার জন্য দায়ী।
ক) লাভ ২৫%
খ) ক্ষতি ২৫%
গ) লাভ ১০%
ঘ) ক্ষতি ৫০%
Note : ধরি বিক্রয়মূল্য ১০০ টাকা। যেহেতু ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ তাই ক্রয়মূল্য হবে ২০০ টাকা। এক্ষেত্রে ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য = ২০০ - ১০০ = ১০০ টাকা। শতকরা ক্ষতি = (ক্ষতি / ক্রয়মূল্য) * ১০০% = (১০০ / ২০০) * ১০০% = ৫০%।
ক) 18
খ) 27
গ) 28
ঘ) 29
Note : ধরি বইয়ের মূল্য x টাকা। তাহলে কলমের মূল্য (x-৭) টাকা। প্রশ্নমতে x + (x-৭) = ৪৩। সমাধান করলে পাওয়া যায় ২x - ৭ = ৪৩ বা ২x = ৫০ বা x = ২৫ টাকা (বইয়ের মূল্য)। অতএব কলমের মূল্য হবে ২৫-৭ = ১৮ টাকা।
ক) ২০০ টাকা
খ) ৩০০ টাকা
গ) ১৬০ টাকা
ঘ) ২২০ টাকা
Note : ধরি ক্রয়মূল্য ১০০ টাকা। ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৮০ টাকা। ১০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা। দুই বিক্রয়মূল্যের পার্থক্য (১১০-৮০)=৩০ টাকা। এই ৩০ টাকা পার্থক্য হলে ক্রয়মূল্য ১০০ টাকা। সুতরাং ৬০ টাকা পার্থক্য হলে ক্রয়মূল্য হবে (১০০/৩০)*৬০ = ২০০ টাকা।
ক) ৩ টা
খ) ৪ টা
গ) ৫ টা
ঘ) ৬টা
Note : টাকায় ৬টি ক্রয় মানে ১টি দ্রব্যের ক্রয়মূল্য ১/৬ টাকা। ২০% লাভ করতে হলে বিক্রয়মূল্য হবে (১/৬) * (১২০/১০০) = ১/৫ টাকা। এর অর্থ হলো ১ টাকায় ৫টি দ্রব্য বিক্রি করলে ২০% লাভ হবে।
ক) ৫০ টাকা
খ) ৫২ টাকা
গ) ৫৪ টাকা
ঘ) ৫৫ টাকা
Note : যদি ৩০% লাভে ৬৫ টাকায় বিক্রি করা হয় তবে ক্রয়মূল্যের ১৩০% = ৬৫ টাকা। সুতরাং ক্রয়মূল্য = (৬৫/১৩০) * ১০০ = ৫০ টাকা।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন