কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?

ক) ইটালী
খ) তুরস্ক
গ) গ্রীস
ঘ) ফ্রান্স
বিস্তারিত ব্যাখ্যা:
ঐতিহাসিক ট্রয় নগর বর্তমানে তুরস্কের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত। এটি হোমারের মহাকাব্য ইলিয়ড-এর বর্ণিত ঘটনার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

Related Questions

ক) মালদ্বীপ
খ) ভেনেজুয়েলা
গ) নেপাল
ঘ) গ্রীস
Note : নেপাল একটি ভূবেষ্টিত দেশ (landlocked country) যার কোনো সমুদ্র উপকূল নেই। তাই নেপালে কোনো সমুদ্র বন্দর নেই।
ক) প্রাকৃতিক গ্যাস
খ) চুনাপাথর
গ) মিথেন গ্যাস
ঘ) ইলমেনাইট
Note : ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত মিথেন গ্যাস (CH4) যা অ্যামোনিয়া উৎপাদনে ব্যবহৃত হয় এবং পরে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে।
ক) অনুচ্ছেদ ২
খ) অনুচ্ছেদ ৩
গ) অনুচ্ছেদ ৪
ঘ) অনুচ্ছেদ ৫
Note : বাংলাদেশের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা'। এটি রাষ্ট্রভাষার সাংবিধানিক ভিত্তি।
ক) ১৯৩৭ সালে
খ) ১৯১৭ সালে
গ) ১৯৪২ সালে
ঘ) ১৯২৭ সালে
Note : 'ভারত ছাড়ো আন্দোলন' ১৯৪২ সালের ৮ আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল। এটি ছিল ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
ক) লন্ডন
খ) প্যারিস
গ) ব্রাসেলস
ঘ) ফ্রাঙ্কফুর্ট
Note : ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অবস্থিত। এটি ইউরোজোনের আর্থিক নীতি নির্ধারণ ও পরিচালনার জন্য দায়ী।
ক) লাভ ২৫%
খ) ক্ষতি ২৫%
গ) লাভ ১০%
ঘ) ক্ষতি ৫০%
Note : ধরি বিক্রয়মূল্য ১০০ টাকা। যেহেতু ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ তাই ক্রয়মূল্য হবে ২০০ টাকা। এক্ষেত্রে ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য = ২০০ - ১০০ = ১০০ টাকা। শতকরা ক্ষতি = (ক্ষতি / ক্রয়মূল্য) * ১০০% = (১০০ / ২০০) * ১০০% = ৫০%।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন