প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?

ক) Phishing
খ) Spamming
গ) Ransom ware
ঘ) Sniffing
বিস্তারিত ব্যাখ্যা:
ফিশিং (Phishing) হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে প্রতারকরা বিশ্বাসযোগ্য সত্তার ছদ্মবেশে ব্যবহারকারীদের কাছ থেকে পাসওয়ার্ড ক্রেডিট কার্ড নম্বর এর মতো সংবেদনশীল তথ্য চুরি করার চেষ্টা করে।

Related Questions

ক) রাউটার
খ) ওয়েব সার্ভার
গ) ব্রীজ
ঘ) হাব
Note : একটি রাউটার একটি LAN-এর একাধিক ডিভাইসকে একটি WAN (যেমন ইন্টারনেট) এর সাথে সংযুক্ত করে এবং বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট ফরওয়ার্ড করার কাজ করে।
ক) ইটালী
খ) তুরস্ক
গ) গ্রীস
ঘ) ফ্রান্স
Note : ঐতিহাসিক ট্রয় নগর বর্তমানে তুরস্কের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত। এটি হোমারের মহাকাব্য ইলিয়ড-এর বর্ণিত ঘটনার জন্য বিশ্বজুড়ে পরিচিত।
ক) মালদ্বীপ
খ) ভেনেজুয়েলা
গ) নেপাল
ঘ) গ্রীস
Note : নেপাল একটি ভূবেষ্টিত দেশ (landlocked country) যার কোনো সমুদ্র উপকূল নেই। তাই নেপালে কোনো সমুদ্র বন্দর নেই।
ক) প্রাকৃতিক গ্যাস
খ) চুনাপাথর
গ) মিথেন গ্যাস
ঘ) ইলমেনাইট
Note : ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত মিথেন গ্যাস (CH4) যা অ্যামোনিয়া উৎপাদনে ব্যবহৃত হয় এবং পরে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে।
ক) অনুচ্ছেদ ২
খ) অনুচ্ছেদ ৩
গ) অনুচ্ছেদ ৪
ঘ) অনুচ্ছেদ ৫
Note : বাংলাদেশের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা'। এটি রাষ্ট্রভাষার সাংবিধানিক ভিত্তি।
ক) ১৯৩৭ সালে
খ) ১৯১৭ সালে
গ) ১৯৪২ সালে
ঘ) ১৯২৭ সালে
Note : 'ভারত ছাড়ো আন্দোলন' ১৯৪২ সালের ৮ আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল। এটি ছিল ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন