'লোকসাহিত্য' সংগ্রাহে অবদান রেখেছেন-
ক) কেশৰচন্দ্র সেন
খ) দীনেশচন্দ্র সেন
গ) হীরালাল সেন
ঘ) রজনীকান্ত সেন
বিস্তারিত ব্যাখ্যা:
ডক্টর দীনেশচন্দ্র সেন ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রধান গবেষক ও সংগ্রাহক। তিনি মূলত 'মৈমনসিংহ গীতিকা' ও 'পূর্ববঙ্গ গীতিকা' সংগ্রহের জন্য বিখ্যাত হয়ে আছেন যা লোকসাহিত্য সংগ্রহের একটি বিশাল কাজ।
Related Questions
ক) সগুসরপুর গ্রামে
খ) সিন্দুর কুসুম গ্রামে
গ) কাপাসিয়া গ্রামে
ঘ) বিজয়নগর গ্রামে
Note : 'গোপীচন্দ্রের সন্ন্যাস' কাব্যটি মূলত শেখ ফয়জুল্লাহ রচিত। গবেষকদের মতে তাঁর বাড়ি ছিল রাজশাহী জেলার সিন্দুর কুসুম গ্রামে।
ক) নোয়াখালী
খ) শ্রীহট্ট
গ) বগুড়া
ঘ) রাজশাহী
Note : মধ্যযুগের কবি শেখ ফয়জুল্লাহ যিনি 'গাজী বিজয়ের পুঁথি' ও 'গোরক্ষ বিজয়' এর মতো গ্রন্থ রচনা করেন তিনি রাজশাহী জেলার অধিবাসী ছিলেন বলে গবেষকদের ধারণা।
ক) রাজনীতিক
খ) ভাষাবিজ্ঞানী
গ) বৈজ্ঞানিক
ঘ) কবি
Note : জর্জ আব্রাহাম গ্রিয়াসন ছিলেন একজন প্রখ্যাত আইরিশ ভাষাবিজ্ঞানী এবং প্রশাসনিক কর্মকর্তা। তিনি বিখ্যাত 'Linguistic Survey of India'-এর জন্য সুপরিচিত।
ক) কবিতা গান
খ) ছড়া গান ধাঁধা প্রবাদ-প্রবচন
গ) উপন্যাস নাটক
ঘ) প্রাচীন চিত্রকলা
Note : লোকসাহিত্য হলো লোকসমাজে প্রচলিত মৌখিক ঐতিহ্য যার মধ্যে ছড়া গান ধাঁধা প্রবাদ প্রবচন লোককাহিনি গীতিকা ইত্যাদি অন্তর্ভুক্ত।
জব সলুশন