শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস বলে?
ক) ভাবরস
খ) মধুর রস
গ) প্রেমরস
ঘ) লীলারস
Related Questions
ক) বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলার এক প্রকার কাহিনীকাব্য
খ) বৈষ্ণব পদাবলি বৈষ্ণব ধর্মের যৌক্তিক ব্যাখ্যা
গ) বৈষ্ণব পদাবলি পদে রচিত চৈতন্য দেবের জীবনী বিশেষ
ঘ) বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান
Note :
সঠিক উক্তিটি হলো: বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান।
ব্যাখ্যা:
বৈষ্ণব পদাবলি মূলত মধ্যযুগের বাংলা সাহিত্যের রাধা ও কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক গীতি কবিতা। এগুলি একাধারে সাহিত্য এবং গান (কীর্তন)। পদাবলিতে রাধা-কৃষ্ণের প্রেম, বিরহ, মিলন এবং ভক্তের আকুতি প্রকাশ পেয়েছে।
অন্য অপশনগুলো কেন ভুল:
১. এটি কোনো একক কাহিনীকাব্য নয় (যেমনটা মঙ্গলকাব্য), বরং খণ্ড কবিতার সমষ্টি।
২. এটি ধর্মের তাত্ত্বিক বা যৌক্তিক ব্যাখ্যা নয়, বরং আবেগের প্রকাশ।
৩. এটি চৈতন্য দেবের জীবনী নয় (জীবনীগুলো 'জীবনীসাহিত্য' বা চৈতন্য-মঙ্গল নামে পরিচিত), যদিও চৈতন্যদেবের প্রভাব এতে রয়েছে।
ক) মঙ্গলকাব্য
খ) রোমাঞ্চধর্মী প্রণয়োপাখ্যান
গ) অনুবাদ সাহিত্য
ঘ) বৈষ্ণব পদাবলি
ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) শ্রীচর্য্যাপদ
গ) বৈষ্ণব পদাবলি
ঘ) নাথসাহিত্য
ক) ড. আলাউদ্দিন আল আজাদ
খ) ড. কাজী আব্দুল মান্নান
গ) ড. কাজী দীন মুহম্মদ
ঘ) ড. আশরাফ সিদ্দীকী
Note : ডক্টর আশরাফ সিদ্দীকী ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ফোকলোরবিদ ও লোকসাহিত্য সংগ্রাহক। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'লোকসাহিত্য' বিষয়ক গবেষণা ও সংগ্রহ।
ক) কেশৰচন্দ্র সেন
খ) দীনেশচন্দ্র সেন
গ) হীরালাল সেন
ঘ) রজনীকান্ত সেন
Note : ডক্টর দীনেশচন্দ্র সেন ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রধান গবেষক ও সংগ্রাহক। তিনি মূলত 'মৈমনসিংহ গীতিকা' ও 'পূর্ববঙ্গ গীতিকা' সংগ্রহের জন্য বিখ্যাত হয়ে আছেন যা লোকসাহিত্য সংগ্রহের একটি বিশাল কাজ।
ক) সগুসরপুর গ্রামে
খ) সিন্দুর কুসুম গ্রামে
গ) কাপাসিয়া গ্রামে
ঘ) বিজয়নগর গ্রামে
Note : 'গোপীচন্দ্রের সন্ন্যাস' কাব্যটি মূলত শেখ ফয়জুল্লাহ রচিত। গবেষকদের মতে তাঁর বাড়ি ছিল রাজশাহী জেলার সিন্দুর কুসুম গ্রামে।
জব সলুশন