বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি?
ক) বুড়িচং
খ) বানিয়াচং
গ) বুড়িমারি
ঘ) কুড়িগ্রাম
বিস্তারিত ব্যাখ্যা:
হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম।
Related Questions
ক) ঢাকা
খ) নারায়ণগঞ্জ
গ) চট্টগ্রাম
ঘ) কুমিল্লা
Note : চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হওয়ায় এবং বেশিরভাগ বাণিজ্যিক কার্যক্রম এখানে পরিচালিত হওয়ায় এটিকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়।
ক) y: x
খ) y = 1/x
গ) √x: √y
ঘ) 1/x : 1/y
Note : x : y এর ব্যস্তানুপাত বলতে y : x কে বোঝায় অর্থাৎ ক্রম পরিবর্তন।
ক) ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
খ) ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
গ) ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
ঘ) কোনোটিই নয়
Note : অনুপাতের সমষ্টি ৩+৭+১০ = ২০। ৬০ মিটারকে এই অনুপাতে ভাগ করলে টুকরোগুলি হবে (৩/২০)*৬০ = ৯ মিটার (৭/২০)*৬০ = ২১ মিটার এবং (১০/২০)*৬০ = ৩০ মিটার।
ক) 35
খ) 34
গ) 33
ঘ) 36
Note : পিতা ও ২ সন্তানের মোট বয়স ৩ * ৩৭ = ১১১ বছর। পিতা মাতা ও ২ সন্তানের মোট বয়স ৪ * ৩৬ = ১৪৪ বছর। সুতরাং মাতার বয়স হবে ১৪৪ - ১১১ = ৩৩ বছর।
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
Note : একই সরলরেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম ৩টি বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট বৃত্ত আঁকা যায়।
ক) ৩০০ ডিগ্রী
খ) ২৭০ ডিগ্রী
গ) ৩৬০ ডিগ্রী
ঘ) ১৮০ ডিগ্রী
Note : চাকাটি ১ মিনিটে ১২ বার ঘুরে অর্থাৎ ৬০ সেকেন্ডে ১২ * ৩৬০° = ৪৩২০° ঘুরে। সুতরাং ৫ সেকেন্ডে এটি (৪৩২০ / ৬০) * ৫ = ৭২ * ৫ = ৩৬০° ঘুরবে।
জব সলুশন