'শূন্যপুরাণ' হলো-

ক) ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
খ) রাধাকৃষ্ণের প্রেমের কাব্য
গ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
ঘ) চৈতন্যজীবনীমূলক গ্রন্থ

Related Questions

ক) মনসামঙ্গল
খ) পদ্মপুরাণ
গ) শূন্যপুরাণ
ঘ) চন্দ্রাবতী
Note :

ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম হলো শূন্যপুরাণ।
বিশ্লেষণ:
শূন্যপুরাণ: রামাই পণ্ডিত রচিত এই গ্রন্থটিকে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বা তুর্কি আক্রমণ পরবর্তী সময়ের (১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ) সাহিত্যকর্ম হিসেবে বিবেচনা করা হয়। অধিকাংশ গবেষক রামাই পণ্ডিতের আবির্ভাবকাল ১৩শ বা ১৪শ শতক বলে মনে করেন।
মনসামঙ্গল ও পদ্মপুরাণ: মনসামঙ্গলের প্রধান কবিদের (যেমন বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই) সময়কাল পঞ্চদশ শতাব্দী (১৫শ শতক)। বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্যই 'পদ্মপুরাণ' নামে পরিচিত।
চন্দ্রাবতী: চন্দ্রাবতী ছিলেন ষোড়শ শতাব্দীর (১৬শ শতক) শেষের দিকের বা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকের একজন কবি।
সুতরাং সঠিক উত্তর শূন্যপুরাণ।

ক) ১২০১-১৩৫০ খ্রি.
খ) ৬০০-৯৫০ খ্রি.
গ) ১৩৫১-১৫০০ খ্রি.
ঘ) ৬০০-৭৫০ খ্রি.
ক) লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
খ) পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
গ) বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
ঘ) বাউল বা মরমী গীতি
Note :

- পদ বা পদাবলী বলতে বুঝায়- পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।
- সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- বিদ্যাপতি (অপশনে “জয়দেব” না থাকলেই কেবল বিদ্যাপতি হবে, কিন্তু জয়দেব থাকলে অবশ্যই জয়দেব উত্তর হবে)।
- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- চণ্ডীদাস (অপশনে যাই থাকুকনা কেন “বাংলা ভাষায়” কথাটি উল্লেখ থাকলে উত্তর হবে চণ্ডীদাস)।
- প্রশ্নে কোনো ভাষার উল্লেখ না করে যদি বলা হয় "পদাবলির প্রথম কবি কে?" তখন উত্তর হবে- বিদ্যাপতি।

ক) বর্ণবাদের পুনরুত্থান
খ) রাষ্ট্রবিপ্লব
গ) চিন্তাবিপ্লব
ঘ) অভিবাসন বিপ্লব
ক) সাবিরিদ খাঁ
খ) দৌলত উজির বাহরাম খাঁ
গ) সৈয়দ সুলতান
ঘ) সৈয়দ নূরুদ্দীন

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন