'শূন্যপুরাণ' হলো-
Related Questions
ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম হলো শূন্যপুরাণ।
বিশ্লেষণ:
শূন্যপুরাণ: রামাই পণ্ডিত রচিত এই গ্রন্থটিকে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বা তুর্কি আক্রমণ পরবর্তী সময়ের (১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ) সাহিত্যকর্ম হিসেবে বিবেচনা করা হয়। অধিকাংশ গবেষক রামাই পণ্ডিতের আবির্ভাবকাল ১৩শ বা ১৪শ শতক বলে মনে করেন।
মনসামঙ্গল ও পদ্মপুরাণ: মনসামঙ্গলের প্রধান কবিদের (যেমন বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই) সময়কাল পঞ্চদশ শতাব্দী (১৫শ শতক)। বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্যই 'পদ্মপুরাণ' নামে পরিচিত।
চন্দ্রাবতী: চন্দ্রাবতী ছিলেন ষোড়শ শতাব্দীর (১৬শ শতক) শেষের দিকের বা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকের একজন কবি।
সুতরাং সঠিক উত্তর শূন্যপুরাণ।
- পদ বা পদাবলী বলতে বুঝায়- পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।
- সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- জয়দেব।
- বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- বিদ্যাপতি (অপশনে “জয়দেব” না থাকলেই কেবল বিদ্যাপতি হবে, কিন্তু জয়দেব থাকলে অবশ্যই জয়দেব উত্তর হবে)।
- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি পদকর্তা/প্রথম পদকর্তা/আদি কবি- চণ্ডীদাস (অপশনে যাই থাকুকনা কেন “বাংলা ভাষায়” কথাটি উল্লেখ থাকলে উত্তর হবে চণ্ডীদাস)।
- প্রশ্নে কোনো ভাষার উল্লেখ না করে যদি বলা হয় "পদাবলির প্রথম কবি কে?" তখন উত্তর হবে- বিদ্যাপতি।
জব সলুশন