হাত জোড় করিঞা মাঙ্গো দান, বারেক মহাত্মা রাখ সম্মান। কোন গ্রন্থ থেকে গৃহীত?
ক) গোরক্ষ বিজয়
খ) চর্যাপদ
গ) শূন্যপুরাণ
ঘ) সেক শুভোদয়া
Related Questions
ক) ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
খ) রাধাকৃষ্ণের প্রেমের কাব্য
গ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
ঘ) চৈতন্যজীবনীমূলক গ্রন্থ
ক) মনসামঙ্গল
খ) পদ্মপুরাণ
গ) শূন্যপুরাণ
ঘ) চন্দ্রাবতী
Note :
ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম হলো শূন্যপুরাণ।
বিশ্লেষণ:
শূন্যপুরাণ: রামাই পণ্ডিত রচিত এই গ্রন্থটিকে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বা তুর্কি আক্রমণ পরবর্তী সময়ের (১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ) সাহিত্যকর্ম হিসেবে বিবেচনা করা হয়। অধিকাংশ গবেষক রামাই পণ্ডিতের আবির্ভাবকাল ১৩শ বা ১৪শ শতক বলে মনে করেন।
মনসামঙ্গল ও পদ্মপুরাণ: মনসামঙ্গলের প্রধান কবিদের (যেমন বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই) সময়কাল পঞ্চদশ শতাব্দী (১৫শ শতক)। বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্যই 'পদ্মপুরাণ' নামে পরিচিত।
চন্দ্রাবতী: চন্দ্রাবতী ছিলেন ষোড়শ শতাব্দীর (১৬শ শতক) শেষের দিকের বা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকের একজন কবি।
সুতরাং সঠিক উত্তর শূন্যপুরাণ।
ক) ১২০১-১৩৫০ খ্রি.
খ) ৬০০-৯৫০ খ্রি.
গ) ১৩৫১-১৫০০ খ্রি.
ঘ) ৬০০-৭৫০ খ্রি.
জব সলুশন