কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
ক) স্মৃতি কথামালা
খ) আত্মচরিত
গ) আত্মকথা
ঘ) আমার কথা
বিস্তারিত ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত অসম্পূর্ণ আত্মজীবনীটির নাম 'আত্মচরিত'।
Related Questions
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
গ) রামমোহন রায়
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Note : শোকগাথাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক রচনা যা তিনি তার প্রিয় ছাত্রী প্রভাবতীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন।
ক) প্রভাবতী সম্ভাষণ
খ) জীবন চরিত
গ) বেতালপঞ্চবিংশতি
ঘ) সীতার বনবাস
Note : প্রভাবতী সম্ভাষণ' (১৮৬৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক শোকগাথা যা তিনি তার প্রিয় ছাত্রী প্রভাবতীর অকাল প্রয়াণে রচনা করেন। জীবন চরিত বেতালপঞ্চবিংশতি ও সীতার বনবাস তার অনুবাদ বা অবলম্বনে রচিত গ্রন্থ।
ক) বাংলা ভাষায়
খ) হিন্দি ভাষায়
গ) সংস্কৃত ভাষায়
ঘ) ব্রজবুলি ভাষায়
ক) কালিদাস
খ) জয়দেব
গ) বিশাখা দত্ত
ঘ) ভট্ট নারায়ণ
Note : মহাকবি কালিদাস ছিলেন এই অমর নাটকের রচয়িতা যা বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত।
ক) প্রভাবতী সম্ভাষণ
খ) শকুন্তলা
গ) ভ্রান্তিবিলাস
ঘ) সীতার বনবাস
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' উইলিয়াম শেক্সপিয়রের 'কমেডি অফ এররস' নাটকের একটি বাংলা গদ্য অনুবাদ।
ক) মার্চেন্ট অব ভেনিস
খ) অ্যা মিডসামার নাইটস ড্রিম
গ) টেমিং অব দ্যা শ্রু
ঘ) কমেডি অব এররস
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত কমেডি 'কমেডি অফ এররস' নাটকের বাংলা গদ্য রূপ।
জব সলুশন