বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি?
ক) অতি অল্প হইল
খ) একে কি বলে সভ্যতা
গ) মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়
ঘ) বুড় সালিকের ঘাড়ে রোঁ
বিস্তারিত ব্যাখ্যা:
'অতি অল্প হইল' (১৮৭৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বিখ্যাত রম্য বা প্রহসনমূলক রচনা।
Related Questions
ক) ভ্রান্তিবিলাস
খ) কথামালা
গ) বোধোদয়
ঘ) ব্রজবিলাস
Note : ব্রজবিলাস' (১৮৫০) ছিল তার একটি ব্যঙ্গাত্মক রচনা যা তৎকালীন সমাজের ভণ্ডামি ও কুসংস্কারের সমালোচনা করে লেখা হয়েছিল।
ক) নবান্ন
খ) ভ্রান্তিবিলাস
গ) আত্মচরিত
ঘ) কাসেমের যুদ্ধযাত্রা
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনী 'আত্মচরিত' এর একটি অংশ যেখানে তিনি তার শৈশবের একটি কৌতূহল বর্ণনা করেছেন।
ক) স্মৃতি কথামালা
খ) আত্মচরিত
গ) আত্মকথা
ঘ) আমার কথা
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত অসম্পূর্ণ আত্মজীবনীটির নাম 'আত্মচরিত'।
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
গ) রামমোহন রায়
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Note : শোকগাথাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক রচনা যা তিনি তার প্রিয় ছাত্রী প্রভাবতীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন।
ক) প্রভাবতী সম্ভাষণ
খ) জীবন চরিত
গ) বেতালপঞ্চবিংশতি
ঘ) সীতার বনবাস
Note : প্রভাবতী সম্ভাষণ' (১৮৬৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক শোকগাথা যা তিনি তার প্রিয় ছাত্রী প্রভাবতীর অকাল প্রয়াণে রচনা করেন। জীবন চরিত বেতালপঞ্চবিংশতি ও সীতার বনবাস তার অনুবাদ বা অবলম্বনে রচিত গ্রন্থ।
ক) বাংলা ভাষায়
খ) হিন্দি ভাষায়
গ) সংস্কৃত ভাষায়
ঘ) ব্রজবুলি ভাষায়
জব সলুশন