The proverb "A burnt child dreads the fire" means-
ক) To choose between equally bad alternatives.
খ) A bad experience may scare one's attitude.
গ) Children are burnt easily.
ঘ) A burnt child needs to see a doctor.
বিস্তারিত ব্যাখ্যা:
A burnt child dreads the fire" এই প্রবাদটির অর্থ হলো একবার খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার পর সেই অভিজ্ঞতা থেকে ব্যক্তি সতর্ক বা ভীত হয়। অপশন B 'A bad experience may scare one's attitude' এই ভাবার্থকে সঠিকভাবে প্রকাশ করে।
Related Questions
ক) water
খ) honey
গ) milk
ঘ) juice
Note : প্রবাদটি হলো 'Blood is always thicker than water' যার অর্থ পারিবারিক সম্পর্ক বা রক্তের বন্ধন অন্য যেকোনো সম্পর্কের চেয়ে দৃঢ় এবং গুরুত্বপূর্ণ। অপশন A 'water' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) অতি অল্প হইল
খ) মানিকের খানিক ভালো
গ) কথা কম কাজ বেশি
ঘ) প্রাণের কথা বুকে বাজে
ক) টাকায় বাঘের দুধ মেলে
খ) পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
গ) টাকা দেবে গৌরী সেন
ঘ) বন্ধ দুয়ার খোলে স্বর্গলোকের চাবি
Note : A golden key can open any door' এই প্রবাদটির অর্থ হলো অর্থ বা ক্ষমতা ব্যবহার করে যেকোনো অসম্ভব কাজও সম্ভব করা যায় বা যেকোনো সমস্যার সমাধান করা যায়। অপশন A 'টাকায় বাঘের দুধ মেলে' এই ভাবার্থকে উপযুক্তভাবে প্রকাশ করে।
ক) oil one's tongue
খ) oil your own machine
গ) oil the car
ঘ) oil the wheel
Note : 'Education should teach us all to oil your own machine' এই বাক্যটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শিক্ষা আমাদের নিজেদের কাজ নিজেরা করতে শেখাবে বা নিজেদের দায়িত্ব নিজেরাই সামলাতে শেখাবে। অপশন B 'oil your own machine' একটি প্রচলিত বাগধারা যা এই অর্থকে প্রকাশ করে।
ক) যত গর্জে তত বর্ষে না
খ) বিনা মেঘে বজ্রপাত
গ) লঘুপাপে গুরু দণ্ড
ঘ) ছাই ফেলতে ভাঙ্গা কুলা
Note : 'A bolt from the blue' বাগধারাটির অর্থ হলো অপ্রত্যাশিতভাবে বা হঠাৎ করে ঘটা কোনো খারাপ ঘটনা। এর সমার্থক বাংলা প্রবাদ হলো 'বিনা মেঘে বজ্রপাত' যা একই ধরনের আকস্মিক ও অপ্রত্যাশিত ঘটনার অর্থ বোঝায়।
ক) The lemon becomes bitter if it is rubbed.
খ) A jest is driven hard, loses its point.
গ) Don't try to do anything again and again.
ঘ) A hungry fox is an angry fox.
Note : লেবু কচলালে তেতো হয়' এর অর্থ হলো কোনো বিষয়কে বেশি ঘাঁটাঘাটি করলে বা অতিরিক্ত আলোচনা করলে তার মূল আবেদন বা মাধুর্য নষ্ট হয়ে যায়। অপশন B 'A jest is driven hard loses its point' এই ভাবার্থকে সবচেয়ে উপযুক্তভাবে প্রকাশ করে।
জব সলুশন