'মুনীনাঞ্চ মতিভ্রম'। প্রবাদটির সমার্থক-
ক) An ass that is a common property is always worst saddle.
খ) Sweet are the uses of adversity.
গ) All seem yellow to the jaundiced eye
ঘ) To err is human
বিস্তারিত ব্যাখ্যা:
'মুনীনাঞ্চ মতিভ্রম' এই প্রবাদটির অর্থ হলো জ্ঞানী ব্যক্তিরাও ভুল করতে পারে। এর সমার্থক ইংরেজি প্রবাদ হলো 'To err is human' যা মানবমাত্রেরই ভুল করার প্রবণতা বোঝায়।
Related Questions
ক) ever
খ) never
গ) whatever
ঘ) however
Note : প্রবাদটি হলো 'Better late than never' যার অর্থ একেবারেই কোনো কাজ না করার চেয়ে দেরিতে হলেও করা ভালো। অপশন B 'never' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) চোর পালালে বুদ্ধি বাড়ে।
খ) আগে দর্শনধারী, পরে গুণবিচারী।
গ) ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
ঘ) গাছে কাঁঠাল গোফে তেল।
Note : To count the chickens before they are hatched' বাগধারাটির অর্থ হলো কোনো কাজ সম্পন্ন হওয়ার আগেই তার ফল সম্পর্কে নিশ্চিত হয়ে যাওয়া। এর সমার্থক বাংলা প্রবাদ হলো 'গাছে কাঁঠাল গোঁফে তেল' যা একই ধরনের অসমাপ্ত কাজের ফল নিয়ে নিশ্চিত হওয়ার অর্থ বোঝায়।
ক) flock together
খ) live together
গ) fly together
ঘ) look beautiful
Note : প্রবাদটি হলো 'Birds of the same feather flock together' যার অর্থ একই ধরনের স্বভাব বা রুচির মানুষেরা একত্রিত হয়। অপশন A 'flock together' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) choosers
খ) reliable
গ) honest
ঘ) dishonest
Note : প্রবাদটি হলো 'Beggars cannot be choosers' যার অর্থ অভাবে থাকা ব্যক্তিরা তাদের পছন্দের ব্যাপারে খুঁতখুঁতে হতে পারে না বা তাদের বিকল্প সীমিত থাকে। অপশন A 'choosers' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) when wears a crown
খ) which wears a crown
গ) that wears a crown
ঘ) who wears a crown
Note : প্রবাদটি হলো 'Uneasy lies the head that wears a crown' যার অর্থ ক্ষমতা বা দায়িত্বে থাকা ব্যক্তিকে সর্বদা উদ্বেগ ও দুশ্চিন্তায় থাকতে হয়। অপশন C 'that wears a crown' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) a man goes
খ) he is right
গ) the shoe pinches
ঘ) the pain disturbs
Note : প্রবাদটি হলো 'A wearer knows where the shoe pinches' যার অর্থ যার কষ্ট বা সমস্যা সেই ভালো বোঝে। অপশন C 'the shoe pinches' এই বাগধারাটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
জব সলুশন