A friend - need is a friend indeed.
ক) to
খ) in
গ) for
ঘ) at
বিস্তারিত ব্যাখ্যা:
প্রবাদটি হলো 'A friend in need is a friend indeed' যার অর্থ বিপদের সময় যে সাহায্য করে সেই আসল বন্ধু। অপশন B 'in' সঠিক preposition হিসেবে ব্যবহৃত হয়ে প্রবাদটিকে নির্ভুলভাবে সম্পূর্ণ করে।
Related Questions
ক) faces
খ) lives
গ) minds
ঘ) thoughts
Note : প্রবাদটি হলো 'Many men many minds' যার অর্থ বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা বা মতামত থাকে। অপশন C 'minds' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) everything
খ) nothing
গ) anything
ঘ) all
Note : প্রবাদটি হলো 'Something is better than nothing' যার অর্থ একেবারেই কোনো কিছু না পাওয়ার চেয়ে অল্প হলেও কিছু পাওয়া ভালো। অপশন B 'nothing' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) strength
খ) power
গ) gravity
ঘ) comfort
Note : বাক্যটি হলো 'Knowledge is power' যার অর্থ জ্ঞান হলো সবচেয়ে বড় শক্তি। অপশন B 'power' বাক্যটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) to feel restricted with less.
খ) to be content with one has
গ) to have greed for more
ঘ) to capture and control
Note : A bird in hand is worth two in the bush' এই প্রবাদটির অর্থ হলো ভবিষ্যতে পাওয়ার অনিশ্চিত আশায় না থেকে বর্তমানে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। অপশন B 'to be content with one has' এই ভাবার্থকে সঠিকভাবে প্রকাশ করে।
ক) মালা টিপলেই বৈরাগী হয় না।
খ) বজ্র আঁটুনি ফসকা গেরো।
গ) বয়সেতে বিজ্ঞ নহে, বিজ্ঞ হয় জ্ঞানে।
ঘ) ফ্যান দিয়ে খায় ভাত, গল্পে মারে দই।
Note : Wisdom goes by learning but not by year' এই প্রবাদটির অর্থ হলো জ্ঞান বা প্রজ্ঞা বয়সের উপর নির্ভর করে না বরং শেখার মাধ্যমে বা অভিজ্ঞতার দ্বারা অর্জিত হয়। অপশন C 'বয়সেতে বিজ্ঞ নহে বিজ্ঞ হয় জ্ঞানে' এই ভাবার্থকে উপযুক্তভাবে প্রকাশ করে।
ক) চোর পালালে বুদ্ধি বাড়ে
খ) চাঁদেও কলঙ্ক আছে
গ) জলেই জল বাঁধে
ঘ) জীবন থাকলেই আশা থাকবে
Note : 'Nothing succeeds like success' এই প্রবাদটির অর্থ হলো সাফল্যই আরও সাফল্য নিয়ে আসে বা সাফল্যের ধারাবাহিকতা নিজেই সাফল্যের সেরা চাবিকাঠি। অপশন C 'জলেই জল বাঁধে' বাংলা প্রবাদটি এই ধারণাকে ইঙ্গিত করে যে সফলতার মাধ্যমে আরও সফলতা অর্জন করা সহজ হয়।
জব সলুশন