A bird in the hand is worth - (হস্তগত অল্পও ভালো, পরহস্তগত অধিক কিছু নয়)

ক) a thousand rupee
খ) two in the bush
গ) nothing
ঘ) anything
বিস্তারিত ব্যাখ্যা:
প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ হস্তগত অল্পও ভালো পরহস্তগত অধিক কিছু নয়। প্রবাদটি হলো 'A bird in the hand is worth two in the bush' যার অর্থ ভবিষ্যতে পাওয়ার অনিশ্চিত আশায় না থেকে বর্তমানে যা নিশ্চিত আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। অপশন B 'two in the bush' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।

Related Questions

ক) Narangonj
খ) Newcastle
গ) England
ঘ) Lahore
Note : বাগধারা পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ তেলা মাথায় তেল দেয়া। বাগধারাটি হলো 'To carry coals to Newcastle' যার অর্থ অপ্রয়োজনীয় কাজ করা বা যেখানে কোনো কিছুর প্রাচুর্য আছে সেখানে সেই জিনিস সরবরাহ করা যা নিরর্থক। অপশন B 'Newcastle' বাগধারাটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) creaks
খ) turns
গ) pinches
ঘ) pricks
Note : প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ যার জ্বালা সেই জানে। প্রবাদটি হলো 'Only the wearer knows where the shoe pinches' যার অর্থ যার সমস্যা বা কষ্ট সেই সবচেয়ে ভালো বোঝে। অপশন C 'pinches' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) belief
খ) perception
গ) person
ঘ) adage
Note : বাক্যটিতে একটি প্রচলিত প্রবাদ উল্লেখ করা হয়েছে তাই যে শব্দটি দিয়ে এই ধরনের উক্তিকে বোঝানো হয় সেটিই বসবে। অপশন D'adage' যার অর্থ প্রবাদ বা হিতোপদেশ তাই এটি সঠিক।
ক) house
খ) air
গ) sky
ঘ) carth
Note : বাগধারাটি হলো 'Don't build castles in the air' যার অর্থ অলীক স্বপ্ন দেখা বা অবাস্তব পরিকল্পনা করে সময় নষ্ট করা। অপশন B 'air' বাগধারাটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) likes
খ) deserves
গ) preserves
ঘ) loves
Note : প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ কেবল সাহসীরাই সুন্দরীদের যোগ্য। প্রবাদটি হলো 'None but the brave deserves the fair' যার অর্থ কেবলমাত্র সাহসী ব্যক্তিরাই সাফল্য বা যোগ্য বস্তুর অধিকারী হয়। অপশন B 'deserves' সঠিক ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়ে প্রবাদটিকে নির্ভুলভাবে সম্পূর্ণ করে।
ক) the success
খ) the fair
গ) achievement
ঘ) beautiful
Note : প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ বীর ভোগ্যা বসুন্ধরা। প্রবাদটি হলো 'None but the brave deserves the fair' যার অর্থ কেবল সাহসী ব্যক্তিরাই সাফল্য বা সুন্দর কিছু অর্জন করতে পারে। অপশন B 'the fair' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।

জব সলুশন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন