বাংলা উপসর্গ নয় কোনটি?
ক) অঘা
খ) প্র
গ) অজ
ঘ) ইতি
বিস্তারিত ব্যাখ্যা:
'প্র' হলো একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ। অঘা অজ এবং ইতি হলো খাঁটি বাংলা উপসর্গ।
Related Questions
ক) আনন্দময়ীর আগমনে
খ) মানুষ
গ) নারী
ঘ) কেফিয়ৎ
Note : কাজী নজরুল ইসলাম তাঁর 'ধুমকেতু' পত্রিকায় প্রকাশিত 'আনন্দময়ীর আগমনে' কবিতার জন্য রাজদণ্ডে দণ্ডিত ও কারাবরণ করেন।
ক) মরুভূমি
খ) সমুদ্র
গ) আগুন
ঘ) বাতাস
Note : 'পাবক' শব্দের অর্থ হলো অগ্নি বা আগুন। এটি আগুনের একটি তৎসম প্রতিশব্দ।
ক) ডিরোজিও
খ) কায়কোবাদ
গ) নবীনচন্দ্র সেন
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
Note : বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তাঁর 'পদ্মাবতী' নাটকে তিনি প্রথম এই ছন্দ ব্যবহার করেন।
ক) একটি
খ) তিনটি
গ) দুইটি
ঘ) চারটি
Note : বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি: ঐ এবং ঔ। তবে উচ্চারণগতভাবে যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি।
ক) বর্ণ
খ) পদ
গ) অক্ষর
ঘ) বিভক্তি
Note : নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকে অক্ষর (Syllable) বলে।
ক) সমাচার দর্পণ
খ) তত্ত্ববোধিনী
গ) সংবাদ প্রভাকর
ঘ) একটিও না
Note : ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক। এটি বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা ছিল।
জব সলুশন