শুদ্ধ বানান কোনটি?

ক) অনুশাসন
খ) অনুসাশন
গ) অনুশাষণ
ঘ) অনুশাসন
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা বানানের নিয়ম ও ণত্ব-ষত্ব বিধান অনুযায়ী সঠিক বানানটি হলো অনুশাসন; এখানে দন্ত্য-স ব্যবহৃত হবে এবং মূর্ধন্য-ষ ভুল।

Related Questions

ক) অনুশীলন
খ) অনুসরণ
গ) আদেশ
ঘ) অনুরূপ
Note : অনুশাসন শব্দের আভিধানিক অর্থ হলো আদেশ বা হুকুম বা নির্দেশ যা পালন করা আবশ্যিক; অনুশীলন মানে চর্চা এবং অনুসরণ মানে কারো পদাঙ্ক অনুসরণ করা যা ভিন্ন অর্থবোধক।
ক) লিঙ্গভেদের কারণে
খ) মর্যাদাভেদের কারণে
গ) কারক বিভক্তির কারণে
ঘ) সমাসের কারণে
Note : বাংলা ভাষায় মধ্যম ও নাম পুরুষের ক্ষেত্রে তুচ্ছার্থক সাধারণ ও সম্ভ্রমার্থক এই তিন ধরনের মর্যাদা বা মানভেদ রয়েছে। শ্রোতা বা উদ্দিষ্ট ব্যক্তির এই মর্যাদাভেদের ওপর ভিত্তি করেই ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়।
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ
ঘ) যে কোন পুরুষ
Note : বাংলা ব্যাকরণে আমি বা আমরা (উত্তম পুরুষ) এবং তুমি বা তোমরা (মধ্যম পুরুষ) বাদে বিশ্বের যা কিছু আছে সবই নাম পুরুষ। তাই যেকোনো বিশেষ্য পদ বা নাম সবসময় নাম পুরুষ হিসেবে গণ্য হয়।
ক) প্রথম পুরুষ
খ) উত্তম পুরুষ
গ) মধ্যম পুরুষ
ঘ) ক ও খ
Note : যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে নাম পুরুষ বলে। তবে প্রচলিত ব্যাকরণে নাম পুরুষকে প্রথম পুরুষও বলা হয়। সে শব্দটি দ্বারা বক্তা ও শ্রোতা ভিন্ন অন্য কাউকে বোঝানো হচ্ছে তাই এটি নাম পুরুষ বা প্রথম পুরুষ।
ক) ওরা কি করে?
খ) আপনি আসবেন
গ) আমরা যাচ্ছি
ঘ) তোরা খাসনে
Note : নাম পুরুষ হলো বক্তা ও শ্রোতা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তু। এখানে ওরা কি করে বাক্যে ওরা হলো নাম পুরুষ বা অনুপস্থিত ব্যক্তি। অন্য অপশনগুলোতে আপনি ও তোরা মধ্যম পুরুষ এবং আমরা উত্তম পুরুষ।
ক) তোমরা
খ) আমরা
গ) আপনি
ঘ) এরা
Note : উপস্থিত শ্রোতা বা যাদের উদ্দেশ্য করে কথা বলা হয় তারা মধ্যম পুরুষ। যেমন তুমি তোমরা আপনি আপনারা। এখানে তোমরা মধ্যম পুরুষের উদাহরণ। আমরা উত্তম পুরুষ এবং এরা নাম পুরুষ। অপশন A (তোমরা) এবং অপশন C (আপনি) দুটিই সঠিক উত্তর।

জব সলুশন

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন