প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
শামসুদ্দিন ইলিয়াস শাহ্
• প্রকৃত নাম- হাজী ইলিয়াস
• নিজ নামে খুৎবা পাঠ ও মুদ্রা জারি করেন
• নির্মাণ করেন- হাজিপুর শহর ও ফিরুজাবাদের হাম্মামখানা
• তার সময় হতেই বাংলার অধিবাসীগণ পরিচিতি পায়- বাঙালি নামে
• তাঁর উপাধি ছিল- 'শাহ্-ই-বাঙ্গালা' ও 'শাহ্-ই-বাঙালিয়ান'
• তাঁর সময় হতেই প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে
• সর্বপ্রথম- সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলিম
Related Questions
ফকির আন্দোলনের নেতা মজনু শাহ ছিলেন ।
১৭৫৭ থেকে ১৮০০ পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে ফকিররা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তার নেতৃত্বে ছিলেন ফকির মজনু শাহ ।
কম্পিউটারের সাথে সংযুক্ত টিভির পর্দার মতো যে অংশটি থাকে তাকে মনিটর বলে। সিপিইউ এর নির্দেশে কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় তথ্যাবলী, লেখা, ছবি ইত্যাদি মনিটরের পর্দায় প্রদর্শিত হয়।
জব সলুশন