কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?
শুধু বিজ্ঞানে ফেল করে = ৫২ - ২৭ = ২৫%
শুধু অংকে ফেল করে = ৪০ - ২৭ = ১৩%
উভয় বিষয়ে বা যেকোনো এক বিষয়ে ফেল করে = ২৫ + ১৩ + ২৭ = ৬৫%
উভয় বিষয়ে পাশ করে = ১০০ - ৬৫ = ৩৫%
Related Questions
সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে - - - ২৫ দিন।
সৌরজগতে গেলে কেন্দ্রীয় বস্তুপিণ্ড সূর্য একটি মাঝারি ধরনের নক্ষত্র। সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে প্রায় 25 দিন।
নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। কিন্তু পানি ধারণ ক্ষমতার দিক দিয়ে আমাজান পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে প্রশস্ত নদী। আমাজান পাঁচটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গড়ান বনভূমি। সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়।
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তিনি ২১ ফেব্রুয়ারি, ১৯৪৭ ভারতীয় উপমহাদেশের দায়িত্ব গ্রহণ করেন। ১৮ জুলাই, ১৯৪৭ ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ পাশ হয়। তিনি ১৪ ও ১৫ আগস্ট, ১৯৪৭ যথাক্রমে পাকিস্তান ও ভারতের গণপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
শামসুদ্দিন ইলিয়াস শাহ্
• প্রকৃত নাম- হাজী ইলিয়াস
• নিজ নামে খুৎবা পাঠ ও মুদ্রা জারি করেন
• নির্মাণ করেন- হাজিপুর শহর ও ফিরুজাবাদের হাম্মামখানা
• তার সময় হতেই বাংলার অধিবাসীগণ পরিচিতি পায়- বাঙালি নামে
• তাঁর উপাধি ছিল- 'শাহ্-ই-বাঙ্গালা' ও 'শাহ্-ই-বাঙালিয়ান'
• তাঁর সময় হতেই প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে
• সর্বপ্রথম- সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলিম
জব সলুশন