উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) লর্ড মাউন্টব্যাটেন
খ) লর্ড মিন্টো
গ) লর্ড কার্জন
ঘ) লর্ড ওয়াভেল
বিস্তারিত ব্যাখ্যা:

উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তিনি ২১ ফেব্রুয়ারি, ১৯৪৭ ভারতীয় উপমহাদেশের দায়িত্ব গ্রহণ করেন। ১৮ জুলাই, ১৯৪৭ ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ পাশ হয়। তিনি ১৪ ও ১৫ আগস্ট, ১৯৪৭ যথাক্রমে পাকিস্তান ও ভারতের গণপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

Related Questions

ক) সুলতান সিকান্দার শাহ
খ) সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
গ) নবাব সিরাজউদ্দৌলা
ঘ) নবাব আলীবর্দী খাঁ
Note :

শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌ 
• প্রকৃত নাম- হাজী ইলিয়াস
• নিজ নামে খুৎবা পাঠ ও মুদ্রা জারি করেন
• নির্মাণ করেন- হাজিপুর শহর ও ফিরুজাবাদের হাম্মামখানা
• তার সময় হতেই বাংলার অধিবাসীগণ পরিচিতি পায়- বাঙালি নামে
• তাঁর উপাধি ছিল- 'শাহ্‌-ই-বাঙ্গালা' ও 'শাহ্‌-ই-বাঙালিয়ান'
• তাঁর সময় হতেই প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে
• সর্বপ্রথম- সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলিম

ক) ১৪৮৭ সালে
খ) ১৩৮৭ সালে
গ) ১৫৮৭ সালে
ঘ) ১৬৮৭ সালে
ক) সিরাজ শাহ
খ) মোহসীন আলী
গ) মজনু শাহ
ঘ) জহির শাহ
Note :

ফকির আন্দোলনের নেতা মজনু শাহ ছিলেন ।

১৭৫৭ থেকে ১৮০০ পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে ফকিররা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তার নেতৃত্বে ছিলেন ফকির মজনু শাহ ।

ক) গাণিতিক সমাধান করা
খ) লেখা ও ছবি দেখানো
গ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
ঘ) এর কোনোটিই নয়
Note :

কম্পিউটারের সাথে সংযুক্ত টিভির পর্দার মতো যে অংশটি থাকে তাকে  মনিটর বলে। সিপিইউ এর নির্দেশে কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় তথ্যাবলী, লেখা, ছবি ইত্যাদি  মনিটরের পর্দায় প্রদর্শিত হয়।

ক) সেক্সট্যান্ট
খ) ম্যানোমিটার
গ) ক্রেসকোগ্রাফ
ঘ) সিসমোগ্রাফ
ক) জুল
খ) ওয়াট
গ) নিউটন
ঘ) এর কোনোটিই নয়

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন