উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তিনি ২১ ফেব্রুয়ারি, ১৯৪৭ ভারতীয় উপমহাদেশের দায়িত্ব গ্রহণ করেন। ১৮ জুলাই, ১৯৪৭ ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ পাশ হয়। তিনি ১৪ ও ১৫ আগস্ট, ১৯৪৭ যথাক্রমে পাকিস্তান ও ভারতের গণপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
Related Questions
শামসুদ্দিন ইলিয়াস শাহ্
• প্রকৃত নাম- হাজী ইলিয়াস
• নিজ নামে খুৎবা পাঠ ও মুদ্রা জারি করেন
• নির্মাণ করেন- হাজিপুর শহর ও ফিরুজাবাদের হাম্মামখানা
• তার সময় হতেই বাংলার অধিবাসীগণ পরিচিতি পায়- বাঙালি নামে
• তাঁর উপাধি ছিল- 'শাহ্-ই-বাঙ্গালা' ও 'শাহ্-ই-বাঙালিয়ান'
• তাঁর সময় হতেই প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে
• সর্বপ্রথম- সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলিম
ফকির আন্দোলনের নেতা মজনু শাহ ছিলেন ।
১৭৫৭ থেকে ১৮০০ পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে ফকিররা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তার নেতৃত্বে ছিলেন ফকির মজনু শাহ ।
কম্পিউটারের সাথে সংযুক্ত টিভির পর্দার মতো যে অংশটি থাকে তাকে মনিটর বলে। সিপিইউ এর নির্দেশে কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় তথ্যাবলী, লেখা, ছবি ইত্যাদি মনিটরের পর্দায় প্রদর্শিত হয়।
জব সলুশন