কোনটি অনুজ্ঞা?

ক) তুমি গিয়েছিলে
খ) তুমি যাও
গ) তুমি যাচ্ছিলে
ঘ) তুমি যাচ্ছ

Related Questions

ক) সবসময়ে বাক্যে থাকবে
খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
গ) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
ঘ) আসলে বিশেষণ থেকে অভিন্ন
Note :

ক্রিয়া পদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়া পদ ভিন্ন কোন মনোভাব সম্পন্নরূপে প্রকাশ করা যায় না। তবে কখনো কখনো বাক্যে ক্রিয়া পদ উহ্য থাকতে পারে যেমন : 

ইনি আমার ভাই=ইনি আমার ভাই (হন)

আজ প্রচন্ড গরম= আজ প্রচন্ড গরম (অনুভূত হচ্ছে)  

তোমার মা কেমন? =তোমার মা কেমন (আছেন)?  

ক) ক্লান্তিহীন
খ) অক্লান্ত
গ) অক্লান্ত কর্মী
ঘ) অবিশ্রাম
Note :

যাহার কোন কিছুতে ক্লান্তি নাই - অক্লান্ত/ ক্লান্তিহীন।

কর্মে যাহার ক্লান্তি নাই - অক্লান্তকর্মী।

ক) সূচিষ্মিতা
খ) সূচিস্মিতা
গ) সূচীস্মিতা
ঘ) শুচিস্মিতা
Note :

শুচিস্মিতা = যে নারীর হাসি পবিত্র।

ক) উদাসীন
খ) প্রতিকুল
গ) রাগহীন
ঘ) বিশেষভাবে রুষ্ট
Note :

'বিরাগী' একটি পুরুষবাচক শব্দ ,যার অর্থ বিরাগযুক্ত, উদাসীন, নিস্পৃহ বা বিরক্ত। 'বিরাগী' শব্দটির স্ত্রীবাচক রুপ হলো 'বিরাগিনী'।

ক) বন্ধুদের সমাগম
খ) আত্মীয় সমাগম
গ) প্রিয়জন সমাগম
ঘ) গণ্যমান্যদের সমাগম
Note :

চাঁদের হাট অর্থ প্রিয়জনদের সমাগম। অবসর জীবনে শরীফ সাহেব কৃতি সন্তানদের নিযে চাঁদের হাট বসিয়েছেন।

ক) building material
খ) something to cover a path
গ) clear evidence
ঘ) a cement mixer
Note :

Building material - নির্মাণ সামগ্রী। খ. Something to cover a path - রাস্তা ঢাকার জন্য কোনো মিশ্রণ সামগ্রী। গ. Clear evidence - সুনির্দিষ্ট সাক্ষ্য প্রদান। ঘ. A cement mixer - সিমেন্টের মিশ্রণ। প্রদত্ত - sentence - এর concrete শব্দটির তিনটি অর্থ রয়েছে। যথা - সুনির্দিষ্ট বা বাস্তব, চুন বা বালির সাথে সিমেন্টের মিশ্রণে তৈরি নির্মাণ সামগ্রী এবং চুন বা বালির মিশ্রণ দ্বারা লেপ দেওয়া। concrete শব্দের পর proof শব্দটি ব্যবহার করায় concrete শব্দটির অর্থ যে সুনির্দিষ্ট বা বাস্তব এটি অত্যন্ত স্পষ্ট। সুতরাং প্রদত্ত choice গুলোর মধ্যে 'গ' বাক্যের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। সুতরাং সঠিক উত্তর 'গ'।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন