'Immortal' --এর সমার্থক শব্দ কোনটি?
Immortal শব্দের অর্থ অমর বা মরণশীল নয়। এখানে দ্বিতীয় option এর 'Deathless' শব্দের অর্থ মরণশীল। Mortal, finite, transient শব্দগুলোর অর্থ যথাক্রমে মরণশীল, সীমিত এবং ক্ষণস্থায়ী। সুতরাং বলা যায় যে দ্বিতীয় option টি সঠিক।
Related Questions
Calm শব্দের অর্থ 'শান্ত'। এখানে প্রথম option টিতে আছে quite যার অর্থ হলো শান্ত। সুতরাং প্রথম option টিই সঠিক। angry, inflamate, agitated, শব্দগুলোর অর্থ যথাক্রমে রাগান্বিত উত্তেজিত এবং আলোড়িত।
'In black and white' - phrase টির অর্থ হলো - লিখিতভাবে। এখানে দ্বিতীয় option এর in writing এর অর্থ লিখিতভাবে। প্রথম option এর verbally যার অর্থ মৌখিকভাবে এবং তৃতীয় ও চতুর্থ option এর শব্দ দুটির অর্থ যথাক্রমে সমসাময়িক এবং মিথ্যা সুতরাং বলা যায় যে দ্বিতীয় option টি সঠিক।
পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ফেসবুকে কোন ধরনের লিঙ্ক পাবেন না, BCS Target মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিন। খুব সহজে পরীক্ষা দিন।
Blow away অর্থ - এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া (বাতাসে) । Blow up অর্থ - বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা; Blow off অর্থ - অবস্থান সরানো (বাতাসে), Blow out - অর্থ আগুন নেভানো । সুতরাং অর্থানুসারে সঠিক উত্তর (খ)।
জব সলুশন