সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত ?

ক) যমুনা নদীতে
খ) বঙ্গোপসাগরে
গ) মেঘনার মোহনায়
ঘ) সন্দ্বীপ চেনেল
Note : সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে একটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাদ। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন প্রায় ১৩৪০ মিটার। এর গড় গভীরতা প্রায় ১২০০ মিটার।

Related Questions

ক) সুপ্রীমকোর্ট
খ) ম্যাজিস্ট্রেট কোর্ট
গ) জজ কোর্ট
ঘ) হাইকোর্ট
Note : যে আদালতের যাবতীয় কর্ম ও বৈচারিক কার্যধারা স্থায়ীভাবে নথিবদ্ধ ও রক্ষিত হয়। আদালত অবমাননার জন্য এরূপ আদালত শাস্তি প্রদান করতে পারেন। বাংলাদেশ সংবিধানের ১০৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, সুপ্রিমকোর্ট একটি কোর্ট অব রেকর্ড হবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশ দান অথবা দন্ডাদেশ প্রদানের ক্ষমতা সহ আইন সাপেক্ষে এজাতীয় আদালতের ক্ষমতার অধিকারী হবেন।
ক) ঢাকা
খ) মেহেরপুর
গ) রাঙ্গামাটি
ঘ) সিলেট
Note : আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি এবং বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ জেলা।
ক) এলিজা শারমিন
খ) ফারজানা ইসলাম
গ) জেরিনা রহমান খান
ঘ) বেগম কবিতা খানম
Note : বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম । বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম । ৬ ফেব্রুয়ারি ২০১৭ সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিশনের সদস্য তিনি । বেগম কবিতা খানম ১৯৫৭ শোলে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন । ২০১৩ সালে তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন ।
ক) শ্যামলী
খ) আগারগাঁও
গ) মিরপুর
ঘ) শাহবাগ
Note : ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বেতার স্থাপন করা হয়। বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র ১২টি।
ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) বগুড়া
ঘ) ময়মনসিংহ
Note : সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
ক) কার্তিক-অগ্রহায়ণ
খ) অগ্রহায়ণ -পৌষ
গ) পৌষ-মাঘ
ঘ) মাঘ-ফাল্গুন

জব সলুশন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইনম্যান (28-02-2025)

বিসিআইসি সহকারী প্রশাসনিক কর্মকর্তা (14-02-2025

গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক (14-02-2025)

গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক (07-02-2025)

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক (07-02-2025)

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর অফিস সহকারী (13-12-2024)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore