১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?

ক) তারামন বিবি ও ময়মুনা বিবি
খ) সিতারা বেগম ও ময়মুনা বিবি
গ) তারামন বিবি ও সিতারা বেগম
ঘ) ময়মুনা বিবি ও তারামন বিবি
বিস্তারিত ব্যাখ্যা:

- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ডা. সিতারা বেগম এবং তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম যুদ্ধ করেন ২ নং সেক্টরে।
- তারামন বিবির যুদ্ধ করেন ১১ নং সেক্টরে।
- উল্লেখ্য, মোট ৪২৬ জন ব্যক্তিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। 

Related Questions

ক) কপোতাক্ষ
খ) যমুনা
গ) মেঘনা
ঘ) করতোয়া
Note :

বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড় ‌। যা এক সময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল । তখন এর নাম ছিল পুন্ড্রনগর। এর অবস্থান বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে। এখানে মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে।

ক) ভারত
খ) চীন
গ) রাশিয়া
ঘ) যুক্তরাষ্ট্র
Note :

বাংলাদেশের পাবনার রূপপুর নির্মীয়মান ২৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সহায়তাকারী দেশ হলো রাশিয়া।

ক) দ্য ইকোনমিস্ট
খ) নিউজ উইকস
গ) দ্য গার্ডিয়ান
ঘ) রয়টার্স
ক) ভোলা
খ) সাতক্ষীরা
গ) চাঁদপুর
ঘ) নোয়াখালী
Note :

বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা ভোলা।
- এই জেলার অন্তর্গত মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত ।
- এর পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর ।
- ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর।  
- ১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
- ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।

ক) ৩.৩০ কি.মি.
খ) ৩.৩১ কি.মি.
গ) ৩.৩২ কি.মি.
ঘ) ৩.৩৩ কি.মি.
Note :

প্রধান টানেল (main tunnel) এর দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। টানেলের ভেতরে দুটি টিউব (tube) বা সুড়ঙ্গ রয়েছে। প্রতিটি টিউবের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। প্রতিটি টিউবে দুটি করে মোট চারটি লেন রয়েছে।

ক) has come
খ) came
গ) arrived
ঘ) had come
Note :

Reporting verb-ft past form 4 Reported speech- এ অতীতের সময় ( The previous day) উল্লেখ থাকায়, Reported speech-f Past perfect tense- হয়েছে।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন