জাপানের পার্লামেন্টের নাম কী?

ক) ডায়েট
খ) কায়েট
গ) লোকসভা
ঘ) ন্যাশনাল এসেম্বলী
বিস্তারিত ব্যাখ্যা:

জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, আর ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ হলো লোকসভা।

Related Questions

ক) জর্ডান
খ) ফিলিস্তিন
গ) মিশর
ঘ) লেবানন
Note :

হিজবুল্লাহ লেবাননের একটি শিয়া ইসলামী রাজনৈতিক এবং সামরিক সংগঠন। এটি ১৯৮২ সালে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের দক্ষিণ অংশে প্রতিরোধ যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। সংগঠনটির প্রধান লক্ষ্য হল লেবাননকে ইসরায়েলি অধিকার থেকে মুক্ত করা এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন গুলোর মধ্যে একটি। এর কাছে একটি বড় সৈন্য বাহিনী এবং অস্ত্রশস্ত্র রয়েছে। সংগঠনটি লেবাননের রাজনীতিতে ও সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কিছু আরব দেশের দ্বারা একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বিবেচিত হয়। তবে, সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করে এবং বলে যে তারা শুধুমাত্র বৈধ প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছে

 

ক) ১১ দফা
খ) ২১ দফা
গ) ৬ দফা
ঘ) এ. দফা
Note :

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির জন্য ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ার লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি পেশ করেন।
- এ কর্মসূচিকে বাংলার জনগণ ম্যাগনাকার্টা হিসেবে গ্রহণ করে।
- স্বয়ং বঙ্গবন্ধু এ ছয় দফাকে পূর্ব পাকিস্তানের 'বাঁচার দাবি' বলে অভিহিত করেন।

ক) ১৯০৫ সালে
খ) ১৯১১ সালে
গ) ১৯০৬ সালে
ঘ) ১৯০৯ সালে
Note :

বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। উল্লেখ্য, ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতে লর্ড কার্জন সমগ্র বাংলাকে দুটি প্রদেশে ভাগ করে। একটিতে থাকে পূর্ব বাংলা ও আসাম এবং অন্যটিতে থাকে পশ্চিম বাংলা। বাংলার এ বিভক্তি বঙ্গভঙ্গ নামে পরিচিত।

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৮১ সালে
Note :

-প্রতি ১০ বছর পর পর দেশের জনসংখ্যার বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য যে সার্ভে করা হয় তাকে আদমশুমারি বলে। -ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি হয়- ১৮৭২ সালে। -বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। -বাংলাদেশে আদমশুমারি বাস্তবায়ন করে পরিসংখ্যান ব্যুরো। -বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয়- ১৫-১৯ মার্চ ২০২২

ক) কুকিদের
খ) গারোদের
গ) চাকমাদের
ঘ) মারমাদের
Note :

ওয়ানগালা হচ্ছে গারো সম্প্রদায়ের একটি নবান্ন উৎসব।

- সোহরাই: হলো সাঁওতালদের প্রধান উসব।
- সাংসারেক: গারোদের আদি ধর্মের নাম।

 

- বৈসুক: ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম.
- বৈসাবি: হলো পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসব।


 

ক) তারামন বিবি ও ময়মুনা বিবি
খ) সিতারা বেগম ও ময়মুনা বিবি
গ) তারামন বিবি ও সিতারা বেগম
ঘ) ময়মুনা বিবি ও তারামন বিবি
Note :

- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ডা. সিতারা বেগম এবং তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম যুদ্ধ করেন ২ নং সেক্টরে।
- তারামন বিবির যুদ্ধ করেন ১১ নং সেক্টরে।
- উল্লেখ্য, মোট ৪২৬ জন ব্যক্তিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। 

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন