ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?

ক) 1801
খ) 1802
গ) 1803
ঘ) 1804

Related Questions

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) উইলিয়াম কেরী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ক) ১৮০১ সালে
খ) ১৮০২ সালে
গ) ১৮০৩ সালে
ঘ) ১৮৬১ সালে
ক) মুন্সী মেহেরুল্লা
খ) সঞ্জয় ভট্টাচার্য
গ) কামিনী রায়
ঘ) মোজাম্মেল হক
Note :

- কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্রাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' ।
- পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয় ।
- অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু, লাঙ্গল ।
- শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়' । 

ক) মোহম্মদ আকরম
খ) সিকানদার আবু জাফর
গ) আহম্মদ ছফা
ঘ) রাহাত খান
ক) আজাদী
খ) বেঙ্গল গেজেট
গ) সমাচার দর্পণ
ঘ) ইত্তেফাক
Note :

- বাংলাদেশের প্রথম সংবাদপত্র আজাদী । দৈনিক আজাদী বাংলাদেশের চট্টগ্রাম থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র ।

- পূর্ববঙ্গ তথা বাংলাদেশের প্রথম সংবাদপত্র 'রংপুর বার্তাবহ ' যা ১৮৪৭ সালের আগস্ট মাসে সাপ্তাহিক পত্রিকা হিসেবে রংপুর থেকে প্রকাশিত হয় । 
- দৈনিক আজাদী মওলানা মোহাম্মদ আক্রম খাঁর সম্পাদনায় ৩১ অক্টোবর ১৯৩৬ কলকাতা থেকে প্রকাশিত হয় ।
- সমাচার দর্পণ সাপ্তাহিক পত্রিকাটি ১৮১৮ সালে কলকাতার খ্রিস্টান মিশনারি কর্তৃক প্রকাশিত হয় ।
- 'বেঙ্গল গেজেট' জেমস অগাস্টাস কর্তৃক সম্পাদিত প্রথম মুদ্রিত সংবাদপত্র । এটি ১৭৮০ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয় ।

ক) সুলতানা কামাল
খ) সেলিনা হোসেন
গ) নূরজাহান বেগম
ঘ) মেহের কবির
Note :

”বেগম” পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ।

বেগম বাংলা ভাষায় প্রথম সচিত্র নারী সাপ্তাহিক। সাহিত্য ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। পরে ১৯৫০ সালে পত্রিকাটির কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়। পত্রিকাটির আলোচ্য বিষয়গুলোর মধ্যে স্থান পায় নারী জাগরণ, কুসংস্কার বিলোপ, গ্রামগঞ্জের নির্যাতিত নারীদের চিত্র, জন্মনিরোধ, পরিবার পরিকল্পনা, প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের জীবনবোধ থেকে লেখা চিঠি এবং বিভিন্ন মনীষীর বাণী।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন