কোনটি রবি ফসল নয়?

ক) টমেটো
খ) মূলা
গ) ফসল
ঘ) কচু

Related Questions

ক) দু'টি উন্নত জাতের গমশস্য
খ) দু'টি উন্নত জাতের ধানশস্য
গ) দু'টি উন্নত জাতের ভুট্টাশস্য
ঘ) দু'টি উন্নত জাতের ইক্ষু
Note :

বলাকা ও দোয়েল উন্নত জাতের গমের নাম। উন্নত জাতের গম বাদে এগুলো পাখির নাম। যখন উন্নত জাতের শস্যের কথা বলবে তখন উত্তর গম হবে।

ক) দিনাজপুর
খ) রাজশাহী
গ) ঢাকা
ঘ) পাবনা
Note :

পাবনা জেলার ঈশ্বরদীতে 'বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট' অবস্থিত। ১৯৩১ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল 'ইক্ষু চারা পরীক্ষা কেন্দ্র' নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি বর্তমানে একটি জাতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়ে নাম ধারণ করেছে 'বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট।

ক) ঢাকা
খ) গাজীপুর
গ) ঈশ্বরদী
ঘ) যশোর
Note :

-বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি উদ্যান- কাশিমপুর, গাজীপুর। 
-মুসলিম বীর পালোয়ান গাজীর নামানুসারে গাজীপুর-নামকরণ হয়।
- বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি- গাজীপুরে। 
-বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রেস সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়- গাজীপুরে। 
-সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট- ১০ টাকার নোট।
- বাংলাদেশে প্রথম নোট চালু হয়- ৪ মার্চ, ১৯৭২ সালে। ভাওয়ালের গড়- গাজীপুরে। 
-এখানে গজারি বৃক্ষ পাওয়া যায়। 
-বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা- গাজীপুরে অবস্থিত। 
-বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি উদ্যান- কাশিমপুর, গাজীপুর।
- কিশোর অপরাধ কেন্দ্র টঙ্গী, গাজীপুর। 
-দেশের প্রথম নারী কারাগার- গাজীপুরে (স্থাপিত ১৯৮২ সালে)। 
-ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)
- গাজীপুর আনসার একাডেমী সফিপুর, গাজীপুর। 
-তেলবীজ গবেষণা কেন্দ্র- জয়দেবপুর, গাজীপুর। 
-উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র- জয়দেবপুর, গাজীপুর। 
-জাতীয় বিশ্ববিদ্যালয় সদর দপ্তর- গাজীপুরে। 
-মধুপুরের বনভূমিকে পত্রঝরা বন বলা হয়। মধুপুরের বনভূমি- শাল বৃক্ষের জন্য বিখ্যাত । 
-সম্প্রতি বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক “বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে কালিয়াকৈরে 
-তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়- গাজীপুরের তুরাগ নদীর তীরে। 
-বিখ্যাত ব্যক্তিত্ব: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।

ক) নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
খ) অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
গ) ক্রমহ্রাসমান
ঘ) অপরিবর্তিত থাকছে
Note :

বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে অবদান রাখে এমন খাতকে বৃহৎ তিন খাতে ভাগ করা হয় - কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত। বিগত কয়েকটি অর্থবছর পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০১৪ - ১৫ অর্থবছরে জিডিপিতে কৃষিখাতের অবদান ১৬.০০ শতাংশ থেকে ক্রমশ হ্রাস পেয়ে ( ২০১৭ - ১৮ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১৪.২৩ শতাংশে (অর্থবছর ২০১৭ - ১৮ : চূড়ান্ত হিসাব।) সুতরাং বলা যায়, দেশের জিডিপিতে কৃষিখাতে অবদান ক্রমহ্রাসমান। তবে জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান । তবে জিডিপিতে অপর দুটি বৃহৎ খাত সেবা ও শিল্পের অবদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

ক) with
খ) by
গ) up with
ঘ) go over
ক) down
খ) over
গ) out
ঘ) off

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন