অন্ধবধু' কবিতায় কোন পাখির চেঁচিয়ি সারা হওয়ার কথাা উল্লেখ আছে?

ক) কাক
খ) চোখ গেল
গ) কোকিল
ঘ) শালিক
বিস্তারিত ব্যাখ্যা:

রবীন্দ্র পরবর্তী যুগের কবিদের অন্যতম যতীন্দ্রমোহন বাগচী পল্লিপ্রকৃতির সৌন্দর্য ও পল্লিজীবনের সুখ - দুঃখের কথা অত্যন্ত দক্ষতার সাথে সাবলীল ভাষা ও ছন্দে প্রকাশ করেছেন, যা সাধারণ পাঠকের হৃদয়ে স্থায়ী দাগ কাটে। তাঁর ‘কাজলা দিদি’ ও ‘অন্ধবধূ’ কবিতা দুটি সর্বাধিক জননন্দিত।

Related Questions

ক) রামনিধি গুপ্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অতুলপ্রসাদ সেন
ঘ) সত্যেন্দ্রনাথ ডট
Note :

"মোদের গরব মোদের আশা, আ  - মরি বাংলা ভাষা "  -  গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতবর্ষ এর ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত একজন বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তার রচিত গানগুলোর মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

ক) পৌরাণিকী
খ) মাল্য ও নির্মাল্য
গ) অশোক সঙ্গীত
ঘ) আলো ও ছায়া
ক) রজনীকান্ত সেন
খ) ইসমাইল হোসেন সিরাজী
গ) কামিনী রায়
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
Note :

কামিনী রায় (জন্মঃ অক্টোবর ১২, ১৮৬৪  -  মৃত্যুঃ সেপ্টেম্বর ২৭, ১৯৩৩) একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব। তিনি একসময় "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে লিখতেন।

তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে -  আলো ও ছায়া (১৮৮৯), নির্মাল্য (১৮৯১), পৌরাণিকী (১৮৯৭), মাল্য ও নির্মাল্য (১৯১৩), অশোক সঙ্গীত (সনেট সংগ্রহ, ১৯১৪), অম্বা (নাট্যকাব্য, ১৯১৫), দীপ ও ধূপ (১৯২৯), জীবন পথে (১৯৩০), অমিত্রাক্ষর ছন্দে রচিত 'মহাশ্বেতা' ও 'পুণ্ডরীক' তার দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। এ ছাড়া ১৯০৫ সালে তিনি শিশুদের জন্য ‘গুঞ্জন’ নামে কবিতা সংগ্রহ ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেন।
‘আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে/ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’


এমন সুন্দর কবিতার চরণ আজ সবার মুখেই বাণী চিরন্তনী’র মতো।

ক) আকরম খাঁ
খ) কায়কোবাদ
গ) ফররুখ আহমদ
ঘ) হামিদ আলী
ক) চম্বাবতী
খ) বিরহ বিলাপ
গ) গঙ্গামনি
ঘ) লাজুকলতা
Note :

মাত্র ১৩ বছর বয়সে "বিরহ - বিলাপ" কাব্যগ্রন্থটি লেখেন। এটি ১৮৭০ সালে প্রকাশিত হয়।

তার অন্যান্য কাব্যগ্রন্থ হলো - কুসুম কানন, শিব মন্দির, অমিয়ধারা, প্রমের ফুল ইত্যাদি।

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিহারীলাল
গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
Note :

মহাকাব্যের কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ - চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, কবিতাবলী, আশা কানন, ছায়াময়ী, দশমবিদ্যা, চিত্তবিকাশ ইত্যাদি।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন