মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এই পঙক্তি কার রচনা ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) শেখ ফজলুল করিম
ঘ) শামসুর রহমান
বিস্তারিত ব্যাখ্যা:

'মানুষের মাঝে স্বর্গ - নরক, মানুষেতে সূরাসূর' - শেখ ফজলল করিমের রচিত কবিতার অংশ।

শেখ ফজলুল করিম (৯ এপ্রিল ১৮৮২/বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক। তার লেখা কবিতার কয়েকটি লাইন,

কোথায় স্বর্গ?

কোথায় নরক?

কে বলে তা বহুদূর?

মানুষের মাঝেই স্বর্গ - নরক

মানুষেতে সুরাসুর।

শেখ ফজলুল করিম রচিত উল্লেখযোগ্য পদ্য

সরল পদ্য বিকাশ

পরিত্রান কাব্য

চিন্তার চাষ

পাথ পাথেয়

গাঁথা

ভক্তিপুষ্পাঞ্জলি

Related Questions

ক) জন্মদুঃখী
খ) তীর্থ সলিল
গ) কুহু ও কেকা
ঘ) তীর্থ রেণু
Note :

- সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি, অনুবাদক এবং প্রাবন্ধিক ছিলেন।
- তিনি একমাত্র একটি উপন্যাস লিখেছিলেন, যার নাম "জন্মদুঃখী"।
- এটি ১৯১২ সালে প্রকাশিত হয়েছিল।

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মোহাম্মদ মনিরুজ্জামান
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) নির্মলেন্দু গুণ
Note :

সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১,  ১৮৮২  -  মৃত্যু: ফেব্রুয়ারি ২৫,  ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার।  তার কবিতায় ছন্দের কারুকাজ,  শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।

ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মুহিব খান
ঘ) যতীন্দ্র মোহন বাগচী
Note :

কাজলা দিদি কবিতাটি - যতীন্দ্রমোহন বাগচী রচনা করেন।

এটা তার একটি বিখ্যাত কবিতা।

তার রচিত আরো কয়েকটি কাব্য গ্রন্থ হলো - লেখা, রেখা, অপরাজিতা, বন্ধুর দান, নীহারিকা, মহাভারতী।

ক) কাক
খ) চোখ গেল
গ) কোকিল
ঘ) শালিক
Note :

রবীন্দ্র পরবর্তী যুগের কবিদের অন্যতম যতীন্দ্রমোহন বাগচী পল্লিপ্রকৃতির সৌন্দর্য ও পল্লিজীবনের সুখ - দুঃখের কথা অত্যন্ত দক্ষতার সাথে সাবলীল ভাষা ও ছন্দে প্রকাশ করেছেন, যা সাধারণ পাঠকের হৃদয়ে স্থায়ী দাগ কাটে। তাঁর ‘কাজলা দিদি’ ও ‘অন্ধবধূ’ কবিতা দুটি সর্বাধিক জননন্দিত।

ক) রামনিধি গুপ্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অতুলপ্রসাদ সেন
ঘ) সত্যেন্দ্রনাথ ডট
Note :

"মোদের গরব মোদের আশা, আ  - মরি বাংলা ভাষা "  -  গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতবর্ষ এর ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত একজন বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তার রচিত গানগুলোর মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

ক) পৌরাণিকী
খ) মাল্য ও নির্মাল্য
গ) অশোক সঙ্গীত
ঘ) আলো ও ছায়া

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন