ছিটমহল বিনিময় চুক্তি ২০১৫ সালের কোন মাস থেকে কার্যকর হয়?

ক) জুলাই
খ) আগস্ট
গ) সেপ্টেম্বর
ঘ) অক্টোবর
বিস্তারিত ব্যাখ্যা:

২৩ নভেম্বর ১৯৭৪ বাংলাদেশের জাতীয় সংসদে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে পাস হয়।

কিন্তু ভারত তা না করায় বাস্তবায়িত হয়নি।

১ আগস্ট ২০১৫ ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।

Related Questions

ক) ২৩° ৩০′দক্ষিণ অক্ষাংশ
খ) ২৩° ৩০′উত্তর অক্ষাংশ
গ) ২৩° ৩০′পূর্ব দ্রাঘিমাংশ
ঘ) ২৩° ৩০′পশ্চিম দ্রাঘিমাংশ
Note :

- ভৌগোলিকভাবে পৃথিবীর পূর্ব-পশ্চিমে তিনটি রেখা এবং উত্তর-দক্ষিণে চারটি রেখা বিস্তৃত আছে।
- পূর্ব-পশ্চিমের তিনটি রেখা হলো- কর্কটক্রান্তি, মকরক্রান্তি ও বিষুব রেখা।
- নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি।
- অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি ।
- কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।

ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ৬০ বার
Note :

প্রতি ঘন্টায় ঘন্টার  কঁাটা এবং মিনিটের ক্ঁাটা ১ বার মিলিত হয়। কিন্তু ১১ টা থেকে ১ টার মধে্্য ২ ঘন্টায় ১ বার মিলিত হয় তাই ১২ ঘন্টায় ১১ বার এবং প্রতি ২৪ ঘন্টায় ২২ বার মিলিত হয়।

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি
গ) বিষুব রেখা
ঘ) মকরক্রান্তি
Note :

এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে। কর্কটক্রান্তি রেখা। নিরক্ষরেখা হতে ২৩.৫° উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা বলে ।

ক) মূল মধ্যরেখা
খ) কর্কট ক্রান্তি রেখা
গ) মকর ক্রান্তি রেখা
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা
Note :

কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। এটি বাংলাদেশের প্রায় মাঝামাঝি দিয়ে গেছে।

 

একে ট্রপিক অব ক্যান্সার ও বলা হয়ে থাকে 

ক) স্লো হবে
খ) ফার্স্ট হবে
গ) ঠিক সময় দিবে
ঘ) কোনো রকম প্রভাবিত হবে
Note :

একটি পেন্ডুলাম ঘড়ি বিষুব রেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ফার্স্ট হবে কারণ মেরু তে নিলে g বারবে।তাই পর্যায় কাল কমবে।তাই পেন্ডুলাম বেশি ঘুরবে।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন