নিচে বাংলা ব্যঞ্জনে ভুলভাবে যুক্ত হয়েছে-?

ক) ক্ষ-ক+ষ
খ) ত্ম-ত+ন
গ) হ্ম-হ+ম
ঘ) জ্ঞ-জ + ঞ

Related Questions

ক) লা+ন+চ + না
খ) লা+ন+ছ+না
গ) লা + ঞ + ছ + না
ঘ) লা + ঞ + চ + না
ক) ম্+নু
খ) মন + উ
গ) ম্+অ+ন্‌+ উ
ঘ) ম্+অ+নু
Note :

"মনু" শব্দটি ভাঙলে পাওয়া যায়:

(ব্যঞ্জনবর্ণ)

(স্বরেবর্ণ, যা 'ম'-এর সাথে যুক্ত হয়ে 'ম'-কে পূর্ণ ধ্বনি দেয়)

(ব্যঞ্জনবর্ণ)

(স্বরেবর্ণ, যা 'ন'-এর সাথে যুক্ত হয়ে 'ন'-কে পূর্ণ ধ্বনি দেয়)

অর্থাৎ, "মনু" শব্দের ধ্বনিগত বিভাজন হল: ম্ + অ + ন্ + উ

ক) ঋ-কার
খ) উ-কার
গ) উ-কার
ঘ) ও-কার
ক) হ+উ,র + হ, হ + ন
খ) হ্ + ঋ, র্ + ঊ, ঞ্ + ছ
গ) হ+ ঋ, র + ঋ, ণ+ছ
ঘ) হ+ উ, র + উ, ঞ + ছ
Note :

হৃ (হৃ): এটি গঠিত হয়েছে 'হ' ব্যঞ্জনবর্ণের সাথে 'ঋ' স্বরবর্ণের যোগে। এর বিশিষ্ট রূপ হলো হ্ + ঋ

রূ (রূ): এটি গঠিত হয়েছে 'র' ব্যঞ্জনবর্ণের সাথে 'ঊ' স্বরবর্ণের যোগে। এর বিশিষ্ট রূপ হলো র্ + ঊ

ঞ্ছ (ঞ্ছ): এটি একটি যুক্তবর্ণ যা 'ঞ' ব্যঞ্জনবর্ণের সাথে 'ছ' ব্যঞ্জনবর্ণের যোগে গঠিত। এর বিশিষ্ট রূপ হলো ঞ্ + ছ

কতিপয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ দুই বর্ণের যুক্ত : ক্ক =ক্‌+ক। যেমন— পাক্কা, ছক্কা, চক্কর। 

-ক্ত = ক্+ত। যেমন- রক্ত, শক্ত, ভক্ত। 

 

-ক্ষ= ক্+ষ। (উচ্চারণ ক্ +খ-এর মতো) যেমন— শিক্ষা, বক্ষ, রক্ষা। 

-ক্স= ক্‌+স। বাক্স । ক= ঙ+ক। যেমন- অঙ্ক, কঙ্কাল, লঙ্কা। -থ= ঙ+খ। যেমন— শৃঙ্খলা, শঙ্খ ।

-ঙ্গ= ঙ+গ। যেমন- অঙ্গ, মঙ্গল, সঙ্গীত। 

-ঙ্ঘ = ঙ+ঘ। যেমন— সঙ্ঘ, লঙ্ঘন। 

-চ্চ= চ্ +চ। যেমন- উচ্চ, উচ্চারণ, উচ্চকিত। 

-চ্ছ= চ্+ছ। যেমন— উচ্ছল, উচ্ছৃঙ্খল, উচ্ছেদ । 

-জ্জ= জ্+জ। যেমন— উজ্জীবন, উজ্জীবিত । 

-জ্ঝ= জ্+ঝ। যেমন- কুঞ্ঝটিকা। 

-জ্ঞ= জ্ +ঞ। যেমন- উচ্চারণ ‘গ্য’— এর মতো) যেমন- জ্ঞান, সংজ্ঞা, বিজ্ঞান ৷  

-ঞ্চ = ঞ+চ । যেমন- অঞ্চল, সঞ্চয়, পঞ্চম। 

-ঞ্ছ= ঞ +ছ। যেমন-বাঞ্ছিত, বাঞ্ছনীয়, বাঞ্ছা । 

-ঞ্জ= ঞ্+জ। যেমন- গঞ্জ, রঞ্জন, 

-ঞ্ঝ= ঞ+ঝ। যেমন- ঝঞ্ঝা, 

-ঝঞ্ঝাট। ট্ট= ট্ +ট। যেমন- অট্টালিকা, চট্টোপাধ্যায়, চট্টগ্রাম ৷

 -ড= ড্‌ +ড। যেমন- গড্ডালিকা, উড্ডীন, উড্ডয়ন। 

সঠিক : হ্ + ঋ, র্ + ঊ, ঞ্ + ছ

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন