ত্থ' সংযুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ রয়েছে?
Related Questions
হৃ (হৃ): এটি গঠিত হয়েছে 'হ' ব্যঞ্জনবর্ণের সাথে 'ঋ' স্বরবর্ণের যোগে। এর বিশিষ্ট রূপ হলো হ্ + ঋ।
রূ (রূ): এটি গঠিত হয়েছে 'র' ব্যঞ্জনবর্ণের সাথে 'ঊ' স্বরবর্ণের যোগে। এর বিশিষ্ট রূপ হলো র্ + ঊ।
ঞ্ছ (ঞ্ছ): এটি একটি যুক্তবর্ণ যা 'ঞ' ব্যঞ্জনবর্ণের সাথে 'ছ' ব্যঞ্জনবর্ণের যোগে গঠিত। এর বিশিষ্ট রূপ হলো ঞ্ + ছ।
কতিপয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ দুই বর্ণের যুক্ত : ক্ক =ক্+ক। যেমন— পাক্কা, ছক্কা, চক্কর।
-ক্ত = ক্+ত। যেমন- রক্ত, শক্ত, ভক্ত।
-ক্ষ= ক্+ষ। (উচ্চারণ ক্ +খ-এর মতো) যেমন— শিক্ষা, বক্ষ, রক্ষা।
-ক্স= ক্+স। বাক্স । ক= ঙ+ক। যেমন- অঙ্ক, কঙ্কাল, লঙ্কা। -থ= ঙ+খ। যেমন— শৃঙ্খলা, শঙ্খ ।
-ঙ্গ= ঙ+গ। যেমন- অঙ্গ, মঙ্গল, সঙ্গীত।
-ঙ্ঘ = ঙ+ঘ। যেমন— সঙ্ঘ, লঙ্ঘন।
-চ্চ= চ্ +চ। যেমন- উচ্চ, উচ্চারণ, উচ্চকিত।
-চ্ছ= চ্+ছ। যেমন— উচ্ছল, উচ্ছৃঙ্খল, উচ্ছেদ ।
-জ্জ= জ্+জ। যেমন— উজ্জীবন, উজ্জীবিত ।
-জ্ঝ= জ্+ঝ। যেমন- কুঞ্ঝটিকা।
-জ্ঞ= জ্ +ঞ। যেমন- উচ্চারণ ‘গ্য’— এর মতো) যেমন- জ্ঞান, সংজ্ঞা, বিজ্ঞান ৷
-ঞ্চ = ঞ+চ । যেমন- অঞ্চল, সঞ্চয়, পঞ্চম।
-ঞ্ছ= ঞ +ছ। যেমন-বাঞ্ছিত, বাঞ্ছনীয়, বাঞ্ছা ।
-ঞ্জ= ঞ্+জ। যেমন- গঞ্জ, রঞ্জন,
-ঞ্ঝ= ঞ+ঝ। যেমন- ঝঞ্ঝা,
-ঝঞ্ঝাট। ট্ট= ট্ +ট। যেমন- অট্টালিকা, চট্টোপাধ্যায়, চট্টগ্রাম ৷
-ড= ড্ +ড। যেমন- গড্ডালিকা, উড্ডীন, উড্ডয়ন।
সঠিক : হ্ + ঋ, র্ + ঊ, ঞ্ + ছ
প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমনঃ
১.ধ্বনি(Sound)
২.শব্দ(Word)
৩.বাক্য(Sentence)
৪.অর্থ( Meaning)
বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি।
এই চারটি প্রধান আলোচ্য বিষয় হলো:
ধ্বনিতত্ত্ব (Phonology): এতে ধ্বনির উচ্চারণ, বিন্যাস এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology): এতে শব্দ গঠন, শব্দের প্রকারভেদ, প্রত্যয়, উপসর্গ, সমাস, কারক ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax): এতে বাক্যের গঠন, পদের বিন্যাস এবং বাক্য গঠনের নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়.
অর্থতত্ত্ব (Semantics): এতে শব্দের অর্থ, বাক্যের অর্থ এবং অর্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।
জব সলুশন