আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?

ক) বায়ান্নটি
খ) পয়তাল্লিশটি
গ) চুয়ান্নটি
ঘ) আটত্রিশটি
বিস্তারিত ব্যাখ্যা:

বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণে কিছু ব্যঞ্জন বর্ণের মধ্যে উচ্চারণে পার্থক্য নেই। যেমন: ন, ণ; ড়, ঢ়;শ, ষ, স;জ, য। তাই আধুনিক বাংলা ব্যাকরণে পূর্ণরূপে ব্যবহৃত বর্ণ ৪৫ টি।

Related Questions

ক) 51
খ) 50
গ) 39
ঘ) কোনোটিই নয়
ক) 39
খ) 41
গ) 42
ঘ) 43
Note :

- বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে,
বাংলা স্বরধ্বনির সংখ্যাঃ ৭টি
বাংলা অর্ধস্বরধ্বনির সংখ্যাঃ ৪টি
বাংলা ব্যাঞ্জনধ্বনির সংখ্যাঃ ৩০টি
মোট ধ্বনি সংখ্যাঃ ৪১টি।

ক) ৫৯টি
খ) ৪৭টি
গ) ৪৯টি
ঘ) ৫০টি
ক) ব
খ) ট
গ) ঝ
ঘ) খ
Note :

বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্পপ্রাণ আর বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ। অন্যদিকে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলা হয় ঘোষধ্বনি। সুতরাং মহাপ্রাণ ঘোষ ধ্বনিগুলো হলো - ঘ, ঝ, ঢ, ধ, ভ ইত্যাদি। উল্লেখ্য যে,

৩য় + ৪র্থ = ঘোষ = গ, ঘ জ, ঝ দ, ধ ব, ভ

২য় + ৪র্থ = মহাপ্রাণ = খ, ঘ ছ, ঝ থ, ধ ফ, ভ

ক) প, ব, ত, দ
খ) দ, ফ, ভ, খ
গ) ফ, ভ, খ, ধ
ঘ) ট, ব, খ, গ
Note :

মহাপ্রাণ ব্যঞ্জন হলো যেসব ব্যঞ্জন উচ্চারণে বেশি বায়ু (শ্বাস) নির্গত হয়।
বাংলা ভাষায় মোট ৩৩টি ব্যঞ্জনের মধ্যে ১৪টি মহাপ্রাণ।

মহাপ্রাণ ব্যঞ্জনগুলো হলো:
খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, শ, ষ, স, হ

এখন বিকল্পগুলো যাচাই করা যাকঃ

১. প, ব, ত, দ → এরা সব অমহাপ্রাণ। ❌
২. দ, ফ, ভ, খ → শুধু ফ, ভ, খ মহাপ্রাণ; দ নয়। ❌
৩. ফ, ভ, খ, ধ → এরা সবাই মহাপ্রাণ। ✅
৪. ট, ব, খ, গ → খ মহাপ্রাণ, বাকিগুলো অমহাপ্রাণ। ❌

👉 সঠিক উত্তর: ফ, ভ, খ, ধ ✅

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন