৯০ ডিগ্রীর কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?

ক) ৯০ ডিগ্রী
খ) ১৮০ ডিগ্রী
গ) ০ ডিগ্রী
ঘ) ২৭০ ডিগ্রী
বিস্তারিত ব্যাখ্যা:

দুটি কোণের সমষ্টি ১৮০° হলে কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। সুতরাং, ৯০° কোণের সম্পূরক কোণ হচ্ছে ১৮০° - ৯০° = ৯০°

Related Questions

ক) 4
খ) 8
গ) 16
ঘ) 24
Note :

একটি ঘনকের ৬ টি তল ও ৮ টি সমকোণ বিদ্যমান।

ক) সসম্পূরক কোণ
খ) পূরক কোণ
গ) সরল কোণ
ঘ) স্থুলকোণ
Note :

পূরককোণ (Complementary angle) : দুইটি কোণের সমষ্টি যখন 90° অথবা এক সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে

ক) রম্বস
খ) বর্গক্ষেত্র
গ) আয়তক্ষেত্র
ঘ) ট্রাপিজিয়াম
Note :

প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়। রম্বসের একটা কোণও সমকোণী বা ৯০• নয়।

 

রম্বসকে অনেকসময় ডায়মন্ড বলা হয় কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মত।

 

আবার এটিকে সমবাহু চতুর্ভুজও বলা হয় কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান।

 

রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

 

রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।

ক) ৩৫ ডিগ্রী
খ) ২৩৫ ডিগ্রী
গ) ১৪৫ ডিগ্রী
ঘ) ৫৫ ডিগ্রী
Note :

 দুটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী  হলে একটিকে অপরটিকে  সম্পুরক কোণ বলা হয়। ∴ ১২৫ ডিগ্রী এর সম্পূরক কোণ  = ১৮০ ডিগ্রি  - ১২৫ ডিগ্রি = ৫৫ ডিগ্রি 

ক) দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতম
খ) দুই সমকোণ সমান
গ) দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
ঘ) উপরের কোনোটিই নয়
ক) ৯০ ডিগ্রী
খ) ১২০ ডিগ্রী
গ) ১৫০ ডিগ্রী
ঘ) ১৮০ ডিগ্রী
Note :

ধাপে ধাপে হিসাব করি—

ঘড়ির পূর্ণ বৃত্ত = 360°

মোট ঘণ্টা = 12 ⇒ প্রতিটি ঘণ্টার কোণ = 360° ÷ 12 = 30°

মিনিটের কাঁটা যখন ১২টার ঘরে থাকে (অর্থাৎ ০ মিনিটে), তখন সেটা উপরের দিকে 0° অবস্থায় থাকে।

৭টার সময় মিনিট কাঁটা থাকে ১২টার ঘরে (0 মিনিটে), আর ঘণ্টার কাঁটা থাকে ৭-এর ঘরে।

ঘণ্টার কাঁটা ৭-এর ঘরে মানে: 7 × 30° = 210°

অতএব দুই কাঁটার মধ্যে কোণ = 210° – 0° = 210°

কিন্তু ঘড়িতে সর্বনিম্ন কোণ ধরা হয়।
⇒ ছোট কোণ = 360° – 210° = 150°

✅ উত্তর: 150°

জব সলুশন

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) - মেডিক্যাল অফিসার (20-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন