৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

ক) ৯৮ ব. সে. মি.
খ) ৪৯ ব. সে. মি.
গ) ১৯৬ ব. সে. মি.
ঘ) ১৪৬ ব. সে. মি.
বিস্তারিত ব্যাখ্যা:

বৃত্তের ব্যাস হবে = ৭  +  ৭ =  ১৪ সে.মি.

 

আমরা জানি, বর্গের কর্ন = √২.a

 

                বর্গের ক্ষেত্রফল = a২

 

সুতরাং বর্গের কর্ন, √২.a = ১৪

 

                  = >a = ১৪/√২

 

                 = >a২ = (১৪/√২)২

 

                 = >a২ = ৯৮ ব.সে.মি.

Related Questions

ক) ২.৩৩ সেমি
খ) ৩.`৬৬ সেমি
গ) ৭.৩২সেমি
ঘ) ১১.৫ সেমি
Note :

আমরা জানি, বৃত্তের পরিধি 2πr 

প্রশ্নমতে, 2πr = 23 

         => r = 23/2×22/7 

         => r = 23×7/2×22 

∴ r = 3.66

ক) ৬৪%
খ) ৪৪%
গ) ৩৬%
ঘ) ২০%
Note :

ক্ষেত্রফল হ্রাস = ( - ২০ - ২০ + ২০× ২০ /১০০) %

= - ৩৬

সুতরাং ক্ষেত্রফল ৩৬% হ্রাস পাবে।

ক) ৬ সেমি
খ) ৯.৬ সেমি
গ) ৭ সেমি
ঘ) ৫ সেমি
Note :

AO = 3 সেমি
AT + BT = 8 সেমি [উপপাদ্য - 48(নবম - দশম শ্রেণী)]
বা, 2AT = 8 সেমি
∵AT = BT [উপপাদ্য অনুসারে]
বা, AT = 8/2 সেমি = 4 সেমি
আবার , ∠TOA = 1 সমকোণ
∴ΔATo− এ (AT)²+(AO)²= (OT)²
বা,(OT)²=4²+3³=16+9=25

∴OT=5সেমি

ক) 9 সে.মি.
খ) 7 সে.মি.
গ) 8 সে.মি.
ঘ) 6 সে.মি.
Note :

দূরবর্তী জ্যা = ২  √  (ব্যাসার্ধ ২- দুরত্ব ২) = ২√  (২৫- ১৬) = ৬ সে মি  

ক) 360°
খ) 270°
গ) 90°
ঘ) 180°
Note :

বৃত্তস্থ চতুর্ভুজের যে কোন দুইটি বিপরীত কোনের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 

রম্বসের দুইটি বিপরীত কোনের  সমষ্টি কখনো দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয় না।
সুতরাং, রম্বস বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। 
বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম - এই তিন চতুর্ভুজের দুইটি বিপরীত কোনের সমষ্টি সর্বদা দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন