একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?
a= 4
সমগ্রতলের ক্ষেত্রফল= 6a^2 = 6×4^2= 96
Related Questions
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ x সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল x সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= ১/২ x (৯ + ৭) x ৮ = ৬৪
3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তিনটির আয়তন যথাক্রমে, {(4/3)π3³}, {(4/3)π4³}, {(4/3)π5³}।
সুতরাং নতুন গোলকটির আয়তন ={(4/3)π3³} + {(4/3)π4³} + {(4/3)π5³}
= (4/3) π (3³ + 4³ + 5³)
= (4/3) π × 216
= (4/3)π × 6³
∴ নতুন গোলকটির ব্যাসার্ধ = 6 সে.মি.
A={x:x স্বাভাবিক বিজোড় সংখ্যা} সেটটি সেট গঠন পদ্ধতি (Set-builder method)-তে প্রকাশিত।
ব্যাখ্যা:
সেট প্রকাশের প্রধানত দুটি পদ্ধতি আছে:
১. তালিকা পদ্ধতি (Roster Method): যেখানে সেটের উপাদানগুলো কমা দিয়ে আলাদা করে সরাসরি উল্লেখ করা হয়। যেমন: A={1,3,5,...}
২. সেট গঠন পদ্ধতি (Set-builder Method): যেখানে উপাদানগুলোর সরাসরি তালিকা না দিয়ে তাদের সাধারণ ধর্ম বা শর্তের উল্লেখ করা হয়।
যেহেতু এখানে শর্ত দেওয়া হয়েছে (x স্বাভাবিক বিজোড় সংখ্যা), তাই এটি সেট গঠন পদ্ধতি।
বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোণদ্বয়ের যোগফল ১৮০°
সুতরাং ∠B + ∠D = ১৮০°
বা, ১০৫° + ∠D = ১৮০°
বা, ∠D = ১৮০° - ১০৫°
সুতরাং ∠D = ৭৫°
জব সলুশন