'বাবার শরীর খারাপ, শোওয়া হয়নি।' - কোন বাচ্য?

ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য
বিস্তারিত ব্যাখ্যা:
'শোওয়া হয়নি' অংশটি ভাববাচ্যের উদাহরণ। এখানে 'শোয়া' ক্রিয়ার ভাবটিই প্রধান এবং কর্তা (কে শোয়নি, অর্থাৎ বাবা) উহ্য বা অপ্রধান। ক্রিয়ার না-বাচক ভাব প্রধান হওয়ায় এটি ভাববাচ্য।

Related Questions

ক) ভাববাচ্য
খ) কর্তৃবাচ্য
গ) কর্মবাচ্য
ঘ) কর্তৃব্যবাচ্য
Note : এই প্রশ্নবোধক বাক্যে 'আসা' ক্রিয়ার ভাবটিই মুখ্য। কর্তা 'তুমি' এখানে 'তোমার' (ষষ্ঠী বিভক্তি) রূপে ব্যবহৃত হয়েছে, যা ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য। তাই এটি ভাববাচ্য।
ক) কর্তৃব্যবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্ম-কর্তৃবাচ্য
Note : এই বাক্যটি একটি অনুজ্ঞাসূচক আকাঙ্ক্ষা প্রকাশ করছে। এখানে 'আসা' ক্রিয়ার ভাবটিই প্রধান। কর্তা 'সে' উপস্থিত থাকলেও, বাক্যের মূল উদ্দেশ্য হলো আসার ভাব বা ইচ্ছা প্রকাশ করা। তাই এটি ভাববাচ্য।
ক) কর্মবাচ্যের
খ) ভাববাচ্যের
গ) কর্মকর্তৃবাচ্যের
ঘ) কর্তৃবাচ্যের
Note : এখানে 'পোশাকটি' হলো কর্ম, কিন্তু এটি এমনভাবে ব্যবহৃত হয়েছে যেন এটিই ক্রিয়ার কর্তা। পোশাকটি কাউকে মানায়নি, কিন্তু বাক্যে পোশাককেই কর্তা হিসেবে দেখানো হয়েছে। এটি কর্মকর্তৃবাচ্যের একটি সুস্পষ্ট উদাহরণ।
ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য
Note : এখানে 'চাঁদ' হলো কর্ম, কিন্তু সে কর্তার ভূমিকা পালন করছে। চাঁদ নিজে নিজেকে দেখায় না, কেউ তাকে দেখে। যখন কর্মই কর্তার কাজ করে, তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে।
ক) ভাববাচ্যের
খ) কর্তৃবাচ্যের
গ) কর্মকর্তৃবাচ্যের
ঘ) কর্মবাচ্যের
Note : এই বাক্যে 'বাঁশি' বস্তুটি নিজেই যেন কর্তা বা এজেন্টের কাজ করছে। যখন কোনো বাক্যের কর্ম এমনভাবে ব্যবহৃত হয় যেন সেটিই কর্তা, তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে। এখানে বাঁশি নিজে বাজে না, কেউ বাজায়; কিন্তু বাক্যে বাঁশিকেই কর্তারূপে দেখানো হয়েছে।
ক) সে গ্রামে যাবে
খ) ছুটি হলে ঘণ্টা বাজে
গ) তাকে গ্রামে যেতে হবে
ঘ) আমার যাওয়া হবে না
Note : ভাববাচ্যে কর্তা সাধারণত ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তিযুক্ত হয়। 'আমার যাওয়া হবে না'—এই বাক্যে কর্তা 'আমি' ষষ্ঠী বিভক্তিযুক্ত হয়ে 'আমার' পদে পরিণত হয়েছে এবং 'যাওয়া' ক্রিয়ার ভাবটিই প্রধান। এটি ভাববাচ্যের কর্তার সঠিক উদাহরণ।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন