'নবপৃথিবী'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) নব ও পৃথিবী
খ) নব পৃথিবী যার
গ) রব পৃথিবীর ন্যায়
ঘ) নব যে পৃথিবী
বিস্তারিত ব্যাখ্যা:
'নবপৃথিবী' একটি কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হলো 'নব যে পৃথিবী'। এখানে 'নব' বিশেষণটি 'পৃথিবী' বিশেষ্যকে বর্ণনা করছে।

Related Questions

ক) উপমিত
খ) উপমেয়
গ) উপমান
ঘ) রূপক
Note : প্রত্যক্ষ বা দৃশ্যমান বস্তু, যার সঙ্গে তুলনা করা হয়, তাকে 'উপমান' বলে। যেমন, 'কাজলের মতো কালো' এখানে 'কাজল' উপমান।
ক) উপমান
খ) উপমেয়
গ) উপমিত
ঘ) তুলনামূলক শব্দ
Note : ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যার সঙ্গে তুলনা করা হয়, তাকে 'উপমান' বলে। আর যাকে তুলনা করা হয়, তাকে 'উপমেয়' বলে।
ক) তৎপুরুষ
খ) দ্বিগু
গ) দ্বন্দ্ব
ঘ) কর্মধারয়
Note : 'মালগাড়ি' (মালের জন্য গাড়ি) একটি মধ্যপদলোপী কর্মধারয় বা তৎপুরুষ সমাস।
ক) অনুগমন
খ) সাহিত্যসভা
গ) পীতাম্বর
ঘ) রাতকানা
Note : 'পীতাম্বর' (পীত অম্বর যার) একটি বহুব্রীহি সমাস।
ক) কর্মধারয়
খ) দ্বিগু
গ) বহুব্রীহি
ঘ) কোনোটিই নয়
Note : 'নীলাম্বর' একটি কর্মধারয় সমাস। তবে 'নীল অম্বর যার' অর্থে বহুব্রীহিও হতে পারে।
ক) জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
খ) গমনাগমন (গমন ও আগমন)
গ) নদীমাতৃক (নদী মাতা যার)
ঘ) বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
Note : 'বাগদত্তা' (বাক্ দ্বারা দত্তা) তৃতীয়া তৎপুরুষ সমাস। অন্যগুলো মধ্যপদলোপী, দ্বন্দ্ব বা বহুব্রীহি।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন