'নরাধম' শব্দটি কোন সমাস?
ক) দ্বিগু সমাস
খ) কর্মধারয় সমাস
গ) দ্বন্দ্ব সমাস
ঘ) তৎপুরুষ সমাস
Related Questions
ক) সমাধিকরণ বহুব্রীহি
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) উপপদ তৎপুরুষ
ঘ) বিরোধার্থক দ্বন্দ্ব
ক) ষষ্ঠী তৎপুরুষ
খ) বহুব্রীহি
গ) কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব
Note :
পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে যে সমাস হয় তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন: ধানের ক্ষেত = ধানক্ষেত।
ক) অলুক তৎপুরুষ
খ) নিত্য সমাস
গ) উপমান কর্মধারয়
ঘ) উপমিত কর্মধারয়
Note : এটি 'দর্শনমাত্র' পদের ব্যাসবাক্য এবং এটি একটি নিত্য সমাস।
ক) মহান যে নদী
খ) মহা যে নদী
গ) মহৎ যে নদী
ঘ) মহীয়সী যে নদী
Note : 'মহানদী' কর্মধারয় সমাসের উদাহরণ। এর সঠিক ব্যাসবাক্য হলো 'মহা যে নদী'। 'মহান' পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে বসে।
ক) গোলাপের ফুল
খ) গোলাপ নামের ফুল
গ) গোলাপি রঙের ফুল
ঘ) গোলাপি ফুল
Note : 'গোলাপফুল' মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য হলো 'গোলাপ নামের ফুল'। এখানে 'নামের' পদটি লোপ পেয়েছে।
ক) কাঁচা ও মিঠা
খ) যা কাঁচা তাই মিঠা
গ) কাঁচার মিঠা
ঘ) কাঁচামিঠা
Note : 'কাঁচা-মিঠা' একটি কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হলো 'যা কাঁচা তাই মিঠা'। এখানে দুটি বিশেষণ পদ একই বস্তুকে বোঝাচ্ছে।
জব সলুশন