নঞ তৎপুরুষ সমাস কোনটি?
ক) তালকানা
খ) আভাঙ্গা
গ) তন্মাত্র
ঘ) খনার বচন
বিস্তারিত ব্যাখ্যা:
'আভাঙ্গা' (নয় ভাঙ্গা) একটি নঞ তৎপুরুষ সমাস, যেখানে না-বোধক অব্যয় 'আ' ব্যবহৃত হয়েছে।
Related Questions
ক) মাপকাঠি
খ) বিশ্ববিখ্যাত
গ) বস্তাপচা
ঘ) মনমরা
Note : 'মাপকাঠি' ষষ্ঠী তৎপুরুষ (মাপের কাঠি)। অন্যগুলো ('বিশ্বে বিখ্যাত', 'বস্তায় পচা', 'মনে মরা') সপ্তমী তৎপুরুষ।
ক) সাহিত্যকে নিয়ে চর্চা
খ) সাহিত্য কে সাথে নিয়ে চর্চা
গ) সাহিত্যের চর্চা
ঘ) সাহিত্যের উপর চর্চা
Note : 'সাহিত্যচর্চা'-এর ব্যাসবাক্য 'সাহিত্যের চর্চা'। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
ক) সপ্তমী তৎপুরুষ
খ) অলুক তৎপুরুষ
গ) উপপদ তৎপুরুষ
ঘ) নঞ তৎপুরুষ
Note : 'গাছপাকা' (গাছে পাকা) একটি সপ্তমী তৎপুরুষ সমাস। এখানে স্থান বা আধারের 'এ' বিভক্তি লোপ পেয়েছে।
ক) পথের রাজা
খ) রাজার পথ
গ) রাজা নির্মিত পথ
ঘ) রাজাদের পথ
Note : 'রাজপথ'-এর ব্যাসবাক্য 'পথের রাজা'। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
ক) আমরা
খ) মধুমাখা
গ) বটতলা
ঘ) বিলাত ফেরত
Note : 'আমরা' একটি একশেষ দ্বন্দ্ব সমাস (তুমি, আমি ও সে)। অন্যগুলো ('মধু দ্বারা মাখা', 'বটের তলা', 'বিলাত হতে ফেরত') তৎপুরুষ সমাস।
ক) সমাসবদ্ধ
খ) সন্ধি বিচ্ছেদজাত
গ) পদপ্রকরণ
ঘ) তৎসম শব্দ
Note : 'ঘোড়াড্ডিম' বা 'ঘোড়ার ডিম' একটি সমাসবদ্ধ পদ, যা অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ।
জব সলুশন